নিজেকে ‘হারাধনের একটি ছেলে’ বললেন মেনন

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১০, ২০২৪, ০৪:০৪ পিএম

নিজেকে ‘হারাধনের একটি ছেলে’ বললেন মেনন

রাশেদ খান মেনন।

নৌকা প্রতীকে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে জিতে নিজেকে ‘হারাধনের একটি ছেলে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। বুধবার (১০ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণের পর তিনি এ কথা বলেন।

জোটের বেশ কয়েকজন গত সংসদে এমপি ছিলেন, এবার আপনি একা, অনুভূতি কেমন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হারাধনের একটি ছেলে। টেকাটাই গুরুত্বপূর্ণ। সংগ্রাম করে টিকে থাকাটা বড় ব্যাপার। বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষের সঙ্গে চলি, যাদের অর্থবিত্ত নেই তাদের এ ধরনের নির্বাচনে বেরিয়ে আসা কঠিন কাজ। আমার বিজয়টা এবার বিস্ময়কর লেগেছে কারণ আমি ’৭৩ সাল থেকে এ পর্যন্ত নির্বাচন করে এবার সর্ববৃহৎ ব্যবধানে জিতেছি। প্রায় ৯০ হাজার ভোটে আমি জিতেছি। ভোটে মানুষের স্বতঃস্ফূর্ততা আমার ভালো লেগেছে।

রাজধানী ছেড়ে নিজের এলাকায় ফিরে গেলেন, সে অনুভূতিটা কেমন জানতে চাইলে তিনি বলেন, এই আসনে ১৯৯১ সালেও আমি এমপি ছিলাম। সেখানে পিছিয়ে থাকা লোকজন রয়েছে। তারপরও আমি মনে করেছি যে মানুষ আমাকে পুরোনোভাবেই গ্রহণ করেছে। সেভাবেই তারা আমাকে দেখতে চায়।

Link copied!