দেশে বালা-মুসিবত হচ্ছে বলে মন্তব্য করেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২ এপ্রিল) মানি লন্ডারিং মামলায় অভিযোগপত্র আমলে নেওয়ার পর ঢাকার আদালত চত্বরে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
‘মানুষ যেভাবে চায়, সেভাবে থাকতে পারছে না’- এমনটি উল্লেখ করে ড. ইউনূস অভিযোগ করেন, ‘আমরা নিজ নিজ দিকে তাকাই। আমরা নিজ নিজ ভূমিকা পালন করতে পারছি কিনা। আমরা যেটা করতে চাচ্ছিলাম, সেটা করতে পারছি কিনা? সেটা না করতে পারলে কীভাবে আমরা প্রতিবাদ জানাবো? কীভাবে আমরা কথা শোনাতে পারি? শোনানোর পথ আমরা বের করি। পথ আমাদের বের করতেই হবে। এটা ছাড়া কোনো উপায় নেই।’
দোয়া করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আল্লাহর কাছে ফরিয়াদ করেন, বালা-মুসিবত থেকে আমরা যেন বাঁচতে পারি। আমাদের ওপর অনেক বালা-মুসিবত। ব্যক্তিগতভাবে আমার ওপর অনেক বালা-মুসিবত। আমার যারা সহকর্মী, তাদের ওপর অনেক বালা-মুসিবত। দেশের ওপর বালা-মুসিবত। এর থেকে মুক্তির জন্য দোয়া করুন।’