অভিনেতা ফারুকের প্রথম জানাজা সিঙ্গাপুরে

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৫, ২০২৩, ০৫:০২ পিএম

অভিনেতা ফারুকের প্রথম জানাজা সিঙ্গাপুরে

না ফেরার দেশে চলে গেলেন বাংলা সিনেমার মিয়া ভাই’খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক।

সোমবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় সকাল ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আগামীকাল মঙ্গলবার ভোরের একটি ফ্লাইটে এই অভিনেতার মরদেহ আনা হবে ঢাকায়।

জানাগেছে, তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরে। বিষয়টি নিশ্চিত করেছেন ফারুকের ছেলে রওশন হোসেন পাঠান।

রওশন হোসেন বলেন, ‘গত ৩-৪ দিন যাবৎ বাবার শরীর হঠাৎ খারাপ হয়ে যায়। মা ফোন দিয়ে আমাকে বলেন, সিঙ্গাপুরে আসতে। সংবাদটি শুনে দ্রুত আমি সেখানে যাই। হয়তো বাবা আমার জন্যই ক’দিন খুব কষ্ট করেছেন। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’

তিনি আরও বলেন, ‘হাসপাতালের প্রক্রিয়া শেষ করে বাবাকে দেশে নিয়ে আসার ব্যবস্থা করছি। এখানে বাবার একটি জানাজা অনুষ্ঠিত হবে। আর আগামীকাল ভোরেই আমরা দেশের উদ্দেশ্যে রওনা দিব।’

এদিকে, দাপুটে এই অভিনেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

Link copied!