কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সোনালি চক্রবর্তী মারা গেছেন। সোমবার দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সূত্রের খবর, অসুস্থ হয়ে দু’দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন সোনালী। শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মেনেছেন। সোনালী অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দাদার কীর্তি’, ‘সংসার সংগ্রাম’ ইত্যাদি।
অভিনেত্রীর স্বামী অভিনেতা শঙ্কর চক্রবর্তী স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন সোনালী। সেই পুরনো অসুস্থতা এবার মাথাচাড়া দিয়ে উঠতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষ পর্যন্ত আর ফিরতে পারেননি তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, অভিনেত্রীর শেষকৃত্য হবে কেওড়াতলা মহাশ্মশানে।
নব্বইয়ের দশকের একাধিক বাংলা ছবিতে অভিনয় করার পরও ২০০২ সালে ‘হার জিত’, ২০০৮ সালে ‘বন্ধন’-এর মতো বেশ কিছু হিট ছবিতে দেখা গিয়েছিল সোনালিকে।
সম্প্রতি ‘গাঁটছড়া’ ধারাবাহিকে খড়ি ওরফে শোলাঙ্কির জেঠিমার চরিত্রে দেখা যাচ্ছিল সোনালীকে৷