প্রথমবারের মতো বড়পর্দায় দেখা মিলবে জয় চৌধুরী ও অপু বিশ্বাস জুটির। সোলায়মান আলী পরিচালিত ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমায় দর্শকরা দেখতে পাবেন এই নতুন জুটির রসায়ন। আসছে ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ‘প্রেম প্রীতি বন্ধন’ সিনেমাটি।
গত সপ্তাহে সিনেমাটির সেন্সর পায়। এরপর থেকেই সিনেমার হল বুকিংয়ের কাজ শুরু হয়। এখন পর্যন্ত প্রায় ২০টির মতো হল চূড়ান্ত হয়েছে বলে জানা যায়। ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের হলগুলোতে চলবে সিনেমাটি।
সিনেমা প্রসংঙ্গে জয় চৌধুরী জানান, অপু বিশ্বাসের সাথে এটাই আমার প্রথম ছবি। আর ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ঈদে। এই বিষয়গুলো আমার জন্য সত্যিই অনেক স্পেশাল।
সিনেমার গল্পটিও একটু ভিন্ন ধাঁচের। আশাকরি সবাই হলে গিয়ে সিনেমা দেখবেন।
উপমা কথাচিত্রের প্রযোজিত সিনেমাটিতে অপু-জয় ছাড়াও অভিনয় করছেন আমান রেজা, মিশা সওদাগর, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলীসহ আরো অনেকে।