রাজনৈতিক প্রচার সভা বাতিল করলেন দেব

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৪, ২০২১, ১১:৩৭ এএম

রাজনৈতিক প্রচার সভা বাতিল করলেন দেব

করোনা ভাইরাসে ভারতের অবস্থা অন্যান্য দেশের তুলনায় নাজেহাল। এমন পরিস্থিতিতেই চলছে কলকাতার বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে চলছে প্রচারণা। কিন্তু করোনার ভয়বহতা বিবেচনা করে নিজের সমস্ত প্রচার সভা বাতিল করলেন সাংসদ দেব। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি টুইটে বিষয়টি জানিয়েছেন তিনি। সেই সাথে অনুরোধ করেছেন ‘আত্মনির্ভর’ হওয়ার।

টলিউডের জনপ্রিয় অভিনেতা এবং সাংসদ দেব। নির্বাচনী লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ মাঠে নেমেছে প্রচারের জন্য। অন্যান্য রাজনৈতিক নেতাদের থেকে যে দেব আলাদা তার প্রমান রেখেছে বারবার। বিপরীত দলের রাজনৈতিক নেতাদের নিন্দা এবং ব্যক্তিগত আক্রমণ না করে সরাসরি কথা বলার নিদর্শন রেখেছেন দেব। জনসাধারণের হিতার্থে সবসময় কাজ করেন তিনি। প্রচারণা মঞ্চে দাড়িয়েও জনসাধারণকে সচেতন করতে দেখা যায় তাকে।

কিন্তু পরিস্থিতি অতিরিক্ত খারাপ হতে থাকায় জনসমাগম কমাতে নিজের সকল প্রচার সভা বাদ করেছেন দেব। নিজের টুইটার অ্যাকাউন্টে দেব লেখেন, ‘রাজনৈতিক নেতা না হলে মাস্ক না পরে বাড়ির বাইরে বের হবেন না। (কারণটা আপনারা জানেন)। এবার প্রকৃত অর্থে ‘‘আত্মনির্ভর’’ হওয়ার সময় এসেছে।’ পাশে ব্র্যাকেটে লেখা, ‘খোঁচা দেইনি। এটাই রূঢ় বাস্তব। নিজেই নিজের জীবন বাঁচান।’

দেবের এমন সিদ্ধান্তে মুগ্ধ হয়েছেন নেটজনতারা। তার এই টুইট দেখার পর থেকে নেটিজেনদের থেকে বক্তব্য এসেছে, মাস্ক পরার কথা তো অনেক নেতাই বলেন, বলছেনও। কিন্তু এভাবে নিজে একজন রাজনৈতিক নেতা হয়েও দেব যেভাবে নির্বাচনী প্রচার সভা ও সর্বোপরি রাজনৈতিক নেতা মন্ত্রীদের অসতর্কতারর প্রকাশ্যে সমালোচনা করছেন, তা এককথায় অসাধারণ।

এদিকে পশ্চিমবঙ্গে চলমান বিধানসভা নির্বাচনে রাজনীতিবীদদের অসতর্কতায় আগে থেকেই ক্ষুব্ধ তৃণমূল নেতা দেব। এ বিষয়ে কথাও বলেছেন তিনি। এছাড়াও পহেলা বৈশাখে দেব অভিনীত ‘গোলন্দাজ’ সিনেমার প্রচারণায় হাজির হয়েছিলেন দেব। কিন্তু সেখানে এক মুহুর্তের জন্যেও মাস্ক খোলেননি তিনি। কিন্তু সেদিন নিজের ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন তিনি। জনসাধারণের উদ্দেশে ফেসবুকে আরও একটি পোস্টে দেব লিখেছিলেন, ‘মাস্ক ছাড়া বাইরে বেরোবেন না। অবশ্য যদি আপনি রাজনৈতিক নেতা হন তাহলে অবশ্য আলাদা ব্যাপার। কারণ এদেশে একমাত্র নেতারাই নিজের খুশিমতো নিয়ম গড়তে ও ভাঙতে পারেন!’

Link copied!