‘মাইশেলফ অ্যালেন স্বপন। যারা ওটিটি প্ল্যাটফর্মে চোখ রাখেন নিয়মিত কিন্তু অ্যালেন স্বপনকে চেনেন না- এমন কাউকে পাওয়া যাবে না। ওটিটি প্ল্যাটফর্ম চরকির এই অরিজিনাল সিরিজটি মুক্তির আগেই শোরগোল ফেলে দিয়েছিল পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর মুক্তির পরতো বইয়ে দিলো ঝড়!
দর্শকদের দীর্ঘ অপেক্ষার পর ২১ এপ্রিল চাঁদরাতে মুক্তি পায় বাংলাদেশের প্রথম স্পিন-অফ সিরিজ মাইশেলফ অ্যালেন স্বপন। মুক্তির পর থেকে ১০০ ঘণ্টার মধ্যে ১ কোটি মিনিট স্ট্রিমিং হয়েছে এই সিরিজটির। চরকির সব ধরনের স্ট্রিমিং রেকর্ড ভেঙে দিয়েছে শিহাব শাহীনের এই সিরিজটি। রবিউল আলম রবির গল্পে ‘মাইশেলফ অ্যালেন স্বপন-এর চিত্রনাট্যও লিখেছেন পরিচালক নিজেই।
অ্যালেন স্বপনকে নিয়ে এই সিরিজটি নতুন হলেও চরিত্রটি কিন্তু নতুন নয়। ২০২২ সালে ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত চরকি অরিজিনাল সিরিজ ‘সিন্ডিকেট- এর জনপ্রিয় চরিত্র ছিল অ্যালেন স্বপন। আফরান নিশো, নাজিফা তুষি ও তাসনিয়া ফারিণ অভিনীত 'সিন্ডিকেট' ওয়েব সিরিজ দর্শক মহলে বেশ আলোচিত হয়। কেন্দ্রীয় চরিত্র ছাপিয়ে দর্শকদের নজড় কারে পার্শ্বচরিত্রে অভিনয় করা 'অ্যালেন স্বপনে'র পারফরম্যান্স। এই চরিত্রে অভিনয় করেন নাসির উদ্দীন খান। এই অভিনয়শিল্পী এতটাই নিখুঁত পারফরম্যান্স করেন যে চারদিকে ছড়িয়ে পড়ে তার সংলাপ। পুরো ওয়েব সিরিজে তার স্ক্রিন টাইম ছিল সর্বোচ্চ ১৫ মিনিটের মতো কিন্তু এই সময়ের মধ্যেই নিজের খেল দেখিয়ে দিয়েছিলেন তিনি।
সিরিজের গল্পটা সকলেরই জানা। মাদক ব্যাবসায়ী অ্যালেন স্বপনকে কেন্দ্র করেই এগিয়ে গেছে সিরিজের গল্প। সম্পূর্ণ সিরিজটা এগিয়ে চলে অ্যালেন স্বপনের মাদক ব্যবসার হোতা হয়ে উঠে কিভাবে তা দেখার জন্য। ২০১৮ সালে মাদক কারবারী ও চোরাচালান ধ্বংস করার জন্য চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় বেশ কয়েকবার অভিযান চালায় সরকার। সেই অভিযানেবেশ কয়েকজন মারাও যায়।
সেই সময়ের একজন মাদক কারবারী ছিলেন শামসুর রহমান স্বপন, ওরফে অ্যালেন স্বপন। খবর ছড়িয়ে পড়ে চারদিকে তিনি মারা গিয়েছেন। কিন্তু তার অবিকল একজনকে দেখা যায় ঢাকায়। একজন সাধারণ মানুষ থেকে কিভাবে মাদক সাম্রাজ্যের হোতা হয়ে উঠেন তিনি সেই রোমাঞ্চকর গল্প উঠে আসে ক্রাইম ঘরানার এই সিরিজে।
চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দেওয়া বেশ কিছু সংলাপ ও দারুণ অভিনয় দিয়ে চরিত্রটি হয়েছিল দর্শকপ্রিয়। অ্যালেন স্বপনের ভূমিকায় নাসির উদ্দিন খান দর্শকের কতটা মন কেড়েছেন তা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না।
অ্যালেন স্বপনের স্ত্রীর চরিত্রে নজরকাড়া অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা।এছাড়াও অভিনয়ের জাদু দেখিয়েছেন সুমন আনোয়ার, আবদুল্লাহ আল সেন্টুসহ আরও অনেকে।
৭ পর্বের এই সিরিজে রয়েছে অ্যালেন স্বপনের চট্টগ্রামের ইয়াবা সম্রাট থেকে সিন্ডিকেটের মানি লন্ডারিংয়ের মূল হোতা হয়ে ওঠার জার্নি।