এলো ‘খোদা হাফেজ’ ছবির পোস্টার!

শোবিজ ডেস্ক

ডিসেম্বর ১, ২০২৩, ০১:৫৪ পিএম

এলো  ‘খোদা হাফেজ’ ছবির পোস্টার!

অনিক বিশ্বাস নির্মাণ করেছেন তার নতুন সিনেমা ‘খোদা হাফেজ’। সিনেমায় জুটি বেঁধেছেন নিপা আহমেদ রিয়েলী ও দিদার। এছাড়াও সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক সাঞ্জু জন।

ইতিমধ্যেই শেষ হয়েছে এর দৃশ্যায়নের কাজ। জানাগেছে, গানের শুটিং শেষেই শুরু হবে ডাবিং৷ এরপরেই জমা পড়বে সেন্সরের টেবিলে।

তার আগেই এলো ছবির পোস্টার। এটি সামাজিক যোগাযোগমাধ্যমে আসতেই বেশ আলোচনার জন্ম দিয়েছে৷

পোস্টারে নায়ক দিদারের সিক্স প্যাকে অ্যাকশন মুডের উপস্থিতি নজর কেড়েছে সিনেমাপ্রেমীদের৷ পাশাপাশি স্নিগ্ধ চাহনিতে নজর কেড়েছেন নায়িকা রিয়েলীও। 

সিনেমাটি প্রসংঙ্গে বলতে গিয়ে চিত্রনায়িকা রিয়েলী বলেন, ‍‍`এই কাজটি আমার জন্য একটা ড্রিম প্রজেক্ট। নিজের চরিত্র ফুটিয়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করেছি আমি৷ পরিচালক অনিক বিশ্বাসকে ধন্যবাদ, আমাকে এ ছবিতে সুযোগ দেওয়ার জন্য৷ 

 

Link copied!