অভিনেত্রী জয়াপ্রদার ৬ মাসের কারাদণ্ড

শোবিজ ডেস্ক

আগস্ট ১২, ২০২৩, ০৭:২০ পিএম

অভিনেত্রী জয়াপ্রদার ৬ মাসের কারাদণ্ড

সংগৃহীত ছবি

ভারতের প্রখ্যাত অভিনেত্রী ও রাজনীতিবিদ জয়াপ্রদাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়। গতকাল শুক্রবার ভারতের চেন্নাইয়ের একটি আদালত ওই রায় ঘোষণা করেন।

টাইমস অব ইন্ডিয়াসহ একাধিক ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, অভিনেত্রী জয়াপ্রদার বিরুদ্ধে ‘জয়াপ্রদা থিয়েটার কমপ্লেক্স’ কর্মীদের জন্য এমপ্লয়িজ স্টেট ইন্সিওরেন্সের (ইএসআই) টাকা পরিশোধ না করার অভিযোগ ছিল। দ্য লেবার গভর্নমেন্ট ইনস্যুরেন্স করপোরেশনের দায়ের করা মামলায় এই অভিনেত্রীসহ তার  ব্যবসায়িক অংশীদার রাম কুমার ও রাজা বাবুকেও দোষী সাব্যস্ত করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, জয়াপ্রদা চেন্নাইয়ের একটি থিয়েটারের মালিক ছিলেন। সম্প্রতি  থিয়েটারটি বন্ধ হয়ে গেলে কর্মীরা অভিযোগ করেন, তাদের বেতন থেকে ইএসআইয়ের টাকা কেটে নেওয়া হলেও, সেই টাকা ফেরত দেয়নি জয়াপ্রদা। সরকারি বিমা করপোরেশনেও জমা হয়নি ওই টাকা। এই অভিযোগে চেন্নাইয়ের এগমোর ম্যাজিস্ট্রেট আদালতে জয়া প্রদা এবং তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করে দ্য লেবার গভর্নমেন্ট ইনস্যুরেন্স করপোরেশন।

আদালতে অভিযোগ স্বীকার করে জয়াপ্রদা সব বকেয়া মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন। একই সাথে মামলা খারিজ করার আবেদন জানান হিন্দি ও দক্ষিণী চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় এই নায়িকা। তবে আদালত জয়াপ্রদার আবেদন খারিজ করে কারাদণ্ড ও জরিমানার নির্দেশ দেন।  

সত্তর দশকের শেষ দিকে এবং আশির দশকের প্রথমদিকে হিন্দি ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে অন্যতম প্রধান অভিনেত্রী হিসেবে দাপটের সাথে রাজত্ব করেছেন জয়াপ্রদা।  চলচ্চিত্র শিল্পে তার কর্মজীবনে খ্যাতির শিখরে থাকাকালীন অবস্থায় অভিনয় ছেড়ে দেন।

১৯৯৪ সালে তেলেগু দেশম পার্টিতে (টিডিপি) যোগদানের মধ্যে দিয়ে রাজনীতিতে প্রবেশ করেন। তিনি ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত রামপুর আসনের সংসদ সদস্য ছিলেন। লোকসভা ও রাজ্যসভার সদস্য হিসেবেও দায়িত্ব সামলিয়েছেন। ২০১৯ সালে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন বর্তমানে ৬১ বছর বয়সী এই অভিনেত্রী।

তামিল ও হিন্দি চলচ্চিত্রের প্রভাবশালী ও সফল এই অভিনেত্রী তেলেগু, কন্নড়, মালয়ালম, বংলা ও মারাঠি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। 

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘আমি সেই মেয়ে’ চলচ্চিত্রে জয়াপ্রদা ঢালিউডের নায়ক  আলমগীরের বিপরীতে অভিনয় করেছেন।

Link copied!