বঙ্গবন্ধুর কৈশোরকাল নিয়ে আসছে ‘দুঃসাহসী খোকা’

শোবিজ ডেস্ক

আগস্ট ১৫, ২০২৩, ১০:২১ পিএম

বঙ্গবন্ধুর কৈশোরকাল নিয়ে আসছে ‘দুঃসাহসী খোকা’

মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে একাধিক সিনেমা নির্মিত হলেও নির্দিষ্টভাবে কোনো সিনেমায় তার কৈশোরকালের গল্প উঠে আসেনি। তাই নির্মাতা মুশফিকুর রহমান গুলজার রূপালি পর্দায় তুলে আনছেন বঙ্গবন্ধুর কৈশোরকাল। জন্ম থেকে কৈশোর ও যৌবনের (১৯২০-১৯৩৮) এই সময়ের শেখ মুজিবকে নিয়ে তিনি নির্মাণ করেছেন ‘দুঃসাহসী খোকা’ সিনেমাটি। যা আগামী ৮ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে। 

সিনেমাটি মুক্তি উপলক্ষে গতকাল সোমবার এফডিসিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সিনেমার শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সরকারি অনুদানে নির্মিত ‘দুঃসাহসী খোকা’র তিনটি পোস্টার ও টিজার দেখানো হয়।

সংবাদ সম্মেলনে অতিথি হয়ে এসেছিলেন চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, শাহানাজ খুশি, ছটকু আহমেদ, দেলোয়ার জাহান ঝন্টু, কামাল কিবরিয়া লিপুসহ অনেকে।

সিনেমায় শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সৌম্য জ্যোতি। গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন গোলাম ফরিদা ছন্দা ও বঙ্গবন্ধুর বোনের চরিত্রে অভিনয় করেছেন মাহমুদা মাহা। নির্মাতা গুলজার বলেন, ‘সবাই মিলে যত্ন নিয়ে সিনেমাটি তৈরি করেছি। সেন্সর বোর্ডের সদস্যরা প্রশংসা করেছেন। আশা করি, সিনেমাটি দর্শকদেরও ভালো লাগবে।’

Link copied!