স্ত্রীকে ডিভোর্সের ঘোষণা আরিফিন শুভর

শোবিজ ডেস্ক

আগস্ট ১, ২০২৪, ০৬:৩৮ এএম

স্ত্রীকে ডিভোর্সের ঘোষণা আরিফিন শুভর

ছবি: সংগৃহীত

স্ত্রী অর্পিতা সমাদ্দারের সঙ্গে সাড়ে ৯ বছরের দাম্পত্যজীবনের ইতি টেনেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। বুধবার রাতে ফেসবুক পোস্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, ২০ জুলাই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

পোস্টে আরিফিন শুভর ভাষ্য, “দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনও কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি, তারপরও মনে হলো আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে।”

তিনি আরও লেখেন, “আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসেবেই ঠিক আছি, জীবনসঙ্গী হিসেবে নয়। আমরা ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, বন্ধুত্বটুকু নিয়ে দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচবো।”

পশ্চিমবঙ্গের মেয়ে ফ্যাশন ডিজাইনার অর্পিতার সঙ্গে ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি বিয়ে করেন আরিফিন শুভ। অর্পিতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুভ লিখেছেন, “অনেক চড়াই-উতরাইয়ের পরও অর্পিতা আমার ও আমার মায়ের জন্য যা করেছেন, তার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ, চিরঋণী।”

শুভ আরও লেখেন, “মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে। কিন্তু আমি বিশ্বাস করি, আপনাদের দোয়া ও ভালবাসা আমার সঙ্গে আছে, যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারবো।”

পোস্টে কোটা সংস্কার আন্দোলন নিয়েও নিজের বক্তব্য জানাতে ভোলেননি এই অভিনেতা। তিনি লেখেন, “দেশের সাম্প্রতিক ঘটনায় শিক্ষার্থীসহ যাদের প্রাণহানি হয়েছে, তাদের বিদেহী আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সবার জীবনে শান্তি আসুক, দেশেও শান্তি ফিরে আসুক, এই কামনায়।”

‘নূর’, ‘নীলচক্র’-সহ আরিফিন শুভর বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

Link copied!