চিত্রনায়িকা মৌসুমী
ঢাকাই চিত্রনায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত। আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের চেক ডিজঅনার মামলায় এই পরোয়ানা জারি করা হয়। গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ অক্টোবর দিন ধার্য রয়েছে।
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ১ লাখ ৬ হাজার ২১১ টাকার চেক ডিজঅনারের অভিযোগে গত বছরের ৩ ডিসেম্বর ঢাকার একটি আদালতে ঢালিউডের জনপ্রিয় এই অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করেন আইপিডিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এম এম মুশফিকুর রশীদ।
মামলাটি আমলে নিয়ে তাকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন আদালত।
আদালতে হাজির হওয়ার জন্য তার গুলশান-১’র বাসায় এই সমন পাঠানো হয়। সেখান থেকে সমন ফেরত গেলে ২৮ এপ্রিল তার বসুন্ধরা আবাসিকের বাসায় আবারও সমন পাঠানো হয়। এদিন সমন জারি সত্ত্বেও আদালতে তার অনুপস্থিতির কারণে গত ২৪ জুলাই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, আইপিডিসি একটি আর্থিক প্রতিষ্ঠান, যেটি সারাদেশে অর্থ জমা, ঋণ, বিনিয়োগ, মুদ্রা বিনিময়ের মতো আর্থিক লেনদেন করে। প্রতিষ্ঠানটি আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ ও ব্যাংক কোম্পানি আইন (সংশোধিত), ২০২৩’র অধীনে পরিচালিত। এর সদরদপ্তর হোসনা সেন্টার (চতুর্থ তলা), ১০৬ গুলশান অ্যাভিনিউ, ঢাকা-১২১২। এ ছাড়া সারা দেশে এর একাধিক শাখা রয়েছে।