গানে গানে আজ শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাবেন শিল্পীরা

শোবিজ ডেস্ক

আগস্ট ৩, ২০২৪, ০৯:২৭ এএম

গানে গানে আজ শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাবেন শিল্পীরা

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন দেশের সঙ্গীতশিল্পীরা।

শনিবার (৩ আগস্ট) বিকেল তিনটায় রাজধানীর রবীন্দ্র সরোবরে ‘গেট আপ, স্ট্যান্ড আপ’র ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিষয়টি জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে আমরা সঙ্গীতশিল্পীরা রবীন্দ্র সরোবরে (ধানমণ্ডি ৮/এ) মিলিত হবো। আমাদের সঙ্গীতের মাধ্যমে আমরা আমাদের সমর্থন প্রদর্শন করবো। যারা ঢাকার বাইরে আছেন, তারা নিজ নিজ জেলার উপযুক্ত স্থানে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করবেন। আমাদের শিক্ষার্থীদের সঙ্গে এই সংহতি হোক শান্তিপূর্ণ এবং গানে গানে। আমরা বাংলা গানের সেসব লাইন দিয়ে ব্যানার ও ফেস্টুন তৈরি করবো, যা বিভিন্ন সময় আন্দোলন ও প্রতিবাদে মানুষের মুখে মুখে ছিল। আমরা সবাই একসঙ্গে এসব গান গাইবো, এভাবেই আমরা আমাদের প্রতিবাদ জানাবো।”

এতে আরও বলা হয়, “আমাদের সব মিউজিশিয়ানদের উপস্থিতি এখানে মুখ্য। আমরা একসঙ্গে সবাই দাঁড়ালে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে এবং শক্তি অনুভব করবে যে আমরা তাদের পাশে আছি। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য এখানে একত্রিত হওয়ার। আমরা শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে সংহতি প্রকাশ করবো।”

Link copied!