বেশ কয়েকবার পরিবর্তন করা হয় ‘অন্তর্জাল’ সিনেমার মুক্তির তারিখ। সবশেষ ঘোষণা আসে, আগামী ৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এ ছবি। কিন্তু শোনা যাচ্ছে, নির্ধারিত দিনে মুক্তি দেওয়া হচ্ছে না ছবিটি। পরিবর্তিত হয়েছে মুক্তির তারিখ। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, সিনেমাটির নতুন মুক্তির তারিখ ২২ সেপ্টেম্বর।
এদিকে শোনা যাচ্ছে, ‘অন্তর্জাল’-এর মুক্তি পেছানোর কারণ শাহরুখ খানের ‘জাওয়ান’ ছবিটি। ৭ সেপ্টেম্বর মুক্তিপ্রতীক্ষিত এ ছবিটি বাংলাদেশে মুক্তি পাবে ৮ তারিখ। এ তথ্য জানিয়েছে ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান। ‘জাওয়ান’- এর মুক্তির কারণেই নাকি পিছিয়ে নেওয়া হচ্ছে ‘অন্তর্জাল’-এর মুক্তি।
আইসিটি বিভাগের উদ্যোগে বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। সিনেমায় মিমকে দেখা যাবে একজন সাইবার যোদ্ধার চরিত্রে অন্যদিকে প্রোগ্রামারের চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।
চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। এর গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সংলাপ লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ। চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। মিম-সিয়াম ছাড়াও অভিনয় করেছেন এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।