বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডা বিয়ের পিঁড়িতে বসেছেন আজ (২৪ সেপ্টেম্বর)। রাজস্থানের উদয়পুরে বসেছে এই বিয়ের আসর।
ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ারের সূত্র অনুযায়ী, দিল্লিতে বিয়ের বিভিন্ন আচার-অনুষ্ঠান শেষে পরিণীতি-রাঘব রাজস্থানের উদয়পুরের উদ্দেশে গতকাল রওনা দিয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাতে সুফি নাইটের পর শুক্রবার উদয়পুর লীলা প্যালেসে হয় মেহেন্দি অনুষ্ঠান। পরে শনিবার বেলা সাড়ে ১১টায় ছিল গায়েহলুদের শুভলগ্ন।
এ সময় বর-কনের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। হলুদ সন্ধ্যায় ‘৯০-এর দশকের থিম পার্টির জনপ্রিয় সব গান পরিবেশন করা হয়। আজ হবে বিয়ের মূল অনুষ্ঠান।
বিয়ের দিনই রাতে তাজ লীলা প্যালেসে অনুষ্ঠিত হতে চলেছে নবদম্পতির রিসেপশন। অতিথিদের জন্য লীলা প্যালেসের ৮টি সুইট আর ৮০টি ঘর বুক করা হয়েছে।
পরিণীতি ও রাঘব একে অপরকে বেশ কয়েক বছর ধরে চেনেন। গত মে মাসে দিল্লিতে তাদের বাগদান সম্পন্ন হয়।
পরিণীতি ও রাঘবের বিয়ের গোপনীয়তা বজায় রাখতে ঢেলে সাজানো হয়েছে হোটেলের নিরাপত্তা ব্যবস্থা। বিয়ের অনুষ্ঠানের কদিন হোটেল কর্মচারী ছাড়া অন্য কেউ সেখানে প্রবেশ করলে তাদের পুরোপুরি স্ক্যান করা হবে। শহরের ১৫টি স্থানে কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। প্রতি মুহূর্তে চলবে মনিটরিং।