নির্মাতা ঝন্টু-রাজিবের ‘অপারেশন জ্যাকপট’র বাজেট ২১ কোটি!

শোবিজ ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২৩, ০৬:১০ এএম

নির্মাতা ঝন্টু-রাজিবের ‘অপারেশন জ্যাকপট’র বাজেট ২১ কোটি!

মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অধ্যায়কে তুলে ধরে নির্মিত হতে যাচ্ছে সিনেমা ‍‍`অপারেশন জ্যাকপট‍‍`। মুক্তিযুদ্ধকালীন সময়ে অপারেশন জ্যাকপট নামে এক অভিযানে চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর, চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে গেরিলা অপারেশন চালানো হয়েছিল। সেই অভিযানে পাকিস্তান ও অন্য আরও কয়েকটি দেশ থেকে অস্ত্র, খাদ্য ও তেল নিয়ে আসা ২৬টি জাহাজ ডুবিয়ে দিয়েছিল মুক্তিযোদ্ধারা। সেই ঘটনা নিয়ে বিশাল বাজেটে নির্মিত হতে যাচ্ছে এ সিনেমাটি। 

এই সিনেমার অর্থায়ন করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ছবিটির বাজেট ধরা হয়েছে ২১ কোটি টাকা। বিশাল আয়োজন আর মোটা বাজেটের এই ছবি পরিচালনার দায়িত্ব পেলেন দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার রাজিব কুমার।

বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে ছবিটির বিভিন্ন দিক তুলে ধরা হয়। যেখানে উপস্থিত ছিলেন ছবির প্রযোজক স্বপন চৌধুরী, দুই পরিচালকসহ আরও অনেকে।

ছবিটিতে যুক্ত হয়ে দেলোয়ার জাহান ঝন্টু বললেন, “একটি বিষয়ে যদি রবীন্দ্রনাথ ও কাজী নজরুল দুজনেই কবিতা লেখেন, সেটা কিন্তু দুই রকম হবে। তেমনি রাজীব বাবু একজন পরিচালক, আমিও পরিচালক; আমি একা তৈরি করলে ‘অপারেশন জ্যাকপট’ যেরকম হবে, দুজন মিলে করলে আরও ভালো হবে।”

টলিউডের রাজিব কুমার বলেন, ‘সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই, এত বড় একটি উদ্যোগ নেওয়ার জন্য এবং তাতে আমাকে যুক্ত করার জন্য। সবাই আমাদের আশীর্বাদ ও সহযোগিতা করবেন।’

প্রযোজক স্বপন চৌধুরী জানান, এই ছবিতে ৮০ জনের বেশি অভিনেতা-অভিনেত্রী কাজ করবেন। যারা দর্শকের কাছে পরিচিত। এর মধ্যে মুখ্য চরিত্রগুলোতে চূড়ান্ত হয়েছেন অনন্ত জলিল, রোশান, ইমন, নিরব, শিপন মিত্র, সাঞ্জু জন, জয় চৌধুরী ও আমান রেজা। এছাড়াও থাকছেন মিশা সওদাগর, আহমেদ শরীফ, ইলিয়াস কাঞ্চন, ডন, ড্যানি সিডাকসহ আরও অনেকে।

আগামী ২৯ ডিসেম্বর থেকে বিএফডিসি থেকেই শুরু হচ্ছে ছবিটির শুটিং। এই লটের চিত্রায়ন চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। এরপর দ্বিতীয় লটের শুটিং হবে ফেব্রুয়ারিতে। 

Link copied!