যতই চাপ আসুক, ঢাকাই চিত্রনায়িকা পরী মণির সঙ্গে সমঝোতা করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন মামলার বাদী ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ।
এর আগে চলতি সপ্তাহের মঙ্গলবার (২৫ জুন) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের পরী মণির জামিন মঞ্জুর করেন আদালত। তখন সবাই মামলাটির নিষ্পত্তি হতে চলেছে বলে ধারণা করলেও এখন ভিন্ন কথা শুনিয়েছেন ব্যবসায়ী নাসির উদ্দিন। দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, সমঝোতার প্রস্তাব এরই মধ্যে এসেছে। বিভিন্নভাবে আমার ওপর কিছুটা চাপও এসেছে। কিন্তু আমি শেষ পর্যন্ত লড়বো এবং আশা করছি, বিচার পাবো।
সমঝোতার বিষয়ে প্রশ্ন করা হলে এই ব্যবসায়ী বলেন, “প্রশ্নই ওঠে না। আমার ওপর যতই চাপ আসুক আমি সমঝোতা করবো না।”
চাপ কারা দিচ্ছে? জবাবে এই ব্যবসায়ী বলেন, “তার (পরীমণি) সঙ্গে সমাজের অনেক বিশেষ ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক আছে বা ছিল। এরই মধ্যে আপনারা অনেক কিছু জেনেছেন। সেসব মহল থেকে চাপ আসতেই পারে।”
২০২১ সালে সাভার বোট ক্লাবে ভাঙচুর চালান ঢাকাই চিত্রনায়িকা পরী মণি। ক্লাবের পরিচালক নাসিরের বিরুদ্ধে করেছিলেন ধর্ষণ চেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা। পরে নাসিরও পরীসহ তিনজনের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উত্থাপন করে মামলা দায়ের করেন।