না ফেরার দেশে ‘থ্রি ইডিয়টস’ সিনেমার লাইব্রেরিয়ান দুবে অখিল মিশ্র

শোবিজ ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২৩, ১০:৫১ পিএম

না ফেরার দেশে ‘থ্রি ইডিয়টস’ সিনেমার লাইব্রেরিয়ান দুবে অখিল মিশ্র

সংগৃহীত ছবি

মারা গেছেন ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় লাইব্রেরিয়ান দুবে চরিত্র রূপায়নকারী অখিল মিশ্র। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৮।

ভারতীয় গণমাধ্যমে অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন অখিলের স্ত্রী অভিনেত্রী সুজান বার্নার্ট।

জানা গেছে,  রান্নাঘরে  কাজ করছিলেন  অখিল মিশ্র। সেখানে পড়ে গিয়ে মাথায় ব্যাপক আঘাত পান তিনি।

পরে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় এই অভিনেতাকে। কিন্তু চিকিৎসকরা তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন। হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টা পর সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান অখিল।

তিনি না থাকলেও আমাদের মাঝে নিজের অভিনয় কৃতিত্বের নিদর্শন রেখে গিয়েছেন ।

২০০৯ সালে মুক্তি পায় আমির খান অভিনীত সিনেমা ‘থ্রি ইডিয়টস’। মুক্তির পর রীতিমতো বক্সঅফিসে ঝড় তুলেছিল সিনেমাটি।

 এটি নির্মাণ করেছিলেন রাজকুমার হিরানি। এই সিনেমাটিতেই লাইব্রেরিয়ান দুবে চরিত্রে অভিনয় করেছিলেন অখিল। ছোট চরিত্রে হলেও পর্দায় তার অভিনয় নজর কেড়েছিল সিনেমাপ্রেমীদের। 

 ‘থ্রি ইডিয়টস’ ছবির মাধ্যমে বৃহত্তর দর্শকের নজরে পড়লেও তার আগে ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’, ‘মেরে দোস্ত পিকচার আভি বাকি হ্যায়’, ‘ওয়েল ডান আব্বা’, ‘গান্ধী মাই ফাদার’,‘ইউ হ্যায় হাম’,‘প্রধানমন্ত্রী’, ‘অ্যাডভেঞ্চার অফ হাতিম’, ‘উত্তরণ’, ‘উড়ান’ -এর মতো ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন অখিল। শুধু তাই-ই নয়, শাহরুখ খানের ‘ডন’ ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। 

অন্য দিকে, স্ত্রী সুজ়ানও পেশায় অভিনেত্রী। ‘মেরা দিল দিওয়ানা’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন অখিল ও সুজ়ান। ২০১৯ সালে ‘মঞ্জু কি জুলিয়েট’ নামক একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতেও একসঙ্গে অভিনয় করেছিলেন যুগল। ছবির চিত্রনাট্য লেখা ও পরিচালনার কাজ করেছিলেন অখিলই। ২০০৯ সালে আইনি মতে বিয়ে করেছিলেন অখিল ও সুজ়ান। ২০১১ সালে ফের সামাজিক রীতি মেনে গাঁটছড়া বাঁধেন তাঁরা।

 


 

Link copied!