পরিবর্তনে হতাশ ফারিয়া-চমক? ইঙ্গিতমূলক পোস্টে হৈচৈ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৩, ২০২৪, ০২:৫০ পিএম

পরিবর্তনে হতাশ ফারিয়া-চমক? ইঙ্গিতমূলক পোস্টে হৈচৈ

ছবি: সংগৃহীত

শোবিজ অঙ্গনের সমসাময়িক বিভিন্ন ঘটনা দেশব্যাপি নানা আলোচনার জন্ম দিয়েছে। চট্টগ্রামে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর শোরুম উদ্বোধনে বাঁধা ও শিল্পকলায় শো চলাকালানী সময়ে নাটক বন্ধ করে দেওয়ার ঘটনায় বেশ সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ইঙ্গিতমূলক স্ট্যাটাস দিয়ে আলোচনায় এসেছেন অভিনেত্রী শবনম ফারিয়া ও রুকাইয়া জাহান চমক।

অভিনেত্রী শবনম ফারিয়া ফেইসবুকে লিখেছেন, ‘অনেক বড় গলায় অনেক কথা বলসিলাম! বন্ধু-বান্ধবদের সাথে প্রচুর ঝগড়া করসিলাম, বলসিলো দেখিস! দেখতেসি! হতাশ হলেও বলা যাবে না হতাশ, এইটাই সবচেয়ে বড় হতাশা! স্ট্যাটাসটা একটা প্রেম-ভালোবাসা বিষয়ক স্ট্যাটাস ছিল! বাকিটা মনে হচ্ছে ইতিহাস। ধন্যবাদ পেজের রিচ বাড়ানোর জন্য! যে যা ভেবে শান্তি পায়!’

আরও পড়ুনঃ এবার জন্মদিনে কি করছেন পরীমনি?

ফারিয়ার এই পোস্ট নিয়ে নানাজন নানা মন্তব্য করছেন। অনেকে ভাবছেন সমসাময়িক কোনো ঘটনা নিয়ে এরকম পোস্ট করেছেন অভিনেত্রী।

অন্যদিকে, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘এক দানবের হাত থেকে বের হতে না হতেই, অন্য মহাদানবের আবির্ভাবের বিষয়টা, তারাই সবচেয়ে বেশি রিলেট করতে পারবে, যারা এক টক্সিক রিলেশন থেকে বের হয়ে আরো এক্সট্রিম টক্সিক রিলেশনে গিয়েছে। আল্লাহ রক্ষা কর।’

অভিনেত্রী শবনম ফারিয়ার মতো চমকের পোস্টও নানা ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা। 

Link copied!