ভারতের নির্বাচনে নায়িকাদের জয়জয়কার

শোবিজ ডেস্ক

জুন ৫, ২০২৪, ০৫:১৮ এএম

ভারতের নির্বাচনে নায়িকাদের জয়জয়কার

ছবি: সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন বলিউড-টালিউডের একঝাঁক তারকা। ভোটে তারা কেমন ফল করলেন সেটাই আজ আপনাদের জানাবো

কঙ্গনার বাজিমাত

বলিউড তারকা কঙ্গনা রানাওয়াত লোকসভা নির্বাচনে এবার হিমাচল প্রদেশের মাণ্ডি থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন। বিশ্লেষকরা অনুমান করেছিলেন, ভোটে হয়তো খুব একটা সুবিধা করতে পারবেন না তিনি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বাজিমাত করেছেন বলিউডের এই তারকা। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী ৭৪ হাজার ৭৫৫ ভোটের ব্যবধানে জয়ী হন কঙ্গনা। মঙ্গলবার পৌনে চারটার দিকে তিনি নিজেই সামাজিক মাধ্যমে জয়ের বিষয়ে জানান।

লকেটকে হারালেন রচনা

লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের হুগলিতে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে হারান তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। ৫১ হাজার ৬৫৪ ভোটের ব্যবধানে ৫ লাখ ৭০ হাজার ৯৭৬ ভোট পেয়ে লকেট চট্টোপাধ্যায়কে হারান দিদি নাম্বার-ওয়ান রচনা। তাদের দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। অবশেষে ৩২ হাজার ভোটের ব্যবধানে রচনা ভোট পান ৩ লাখ ৭৫ হাজার ৭১৩টি। অন্যদিকে লকেট পান ৩ লাখ ৪৩ হাজার ৪০৩টি ভোট।

হ্যাটট্রিক করলেন দেব

লোকসভায় ভোটে বরাবরের মতোই হ্যাটট্রিক করেছেন দীপক অধিকারী দেব। পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেবকে নিয়ে ভোটের আগে থেকেই আলোচনা ছিল। দেব নির্বাচনী রাজনীতি থেকে সরে আসতে চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতাদের পীড়াপীড়িতে পূর্ব মেদিনীপুর জেলার ঘাটাল থেকে প্রার্থী হন। এই আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজেপি প্রার্থী হিরণকে টপকে জয় পেয়েছেন টালিউডের এই নায়ক।

শেষ হাসি হাসলেন জুন মালিয়া

মেদিনীপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সঙ্গে তৃণমূলের প্রার্থী জুন মালিয়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ভোটগণনার শুরুর দিকে অগ্নিমিত্রা এগিয়ে থাকলেও শেষ হাসি হেসেছেন তৃণমূলের জুনই। ৩২ হাজারের বেশি ভোটে জয়ী হন এই তারকা।

সায়নীর বাজিমাত

যাদবপুর আসনের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ বিপুল ভোটে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলিকে হারান। ৭ লাখ ১৭ হাজার ৮৯৯টি ভোট পেয়ে জয় পান সায়নী। তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অনির্বাণ পান ৪ লাখ ৫৯ হাজার ৬৯৮টি ভোট।

জয় পেলেন শতাব্দী

বীরভূম থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন ভারতীয় অভিনেত্রী ও পরিচালক শতাব্দী রায়। ৭ লাখ ১৭ হাজার ৯৬১ ভোটে জয় পান তিনি। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য পান ৫ লাখ ২০ হাজার ৩১১টি ভোট।

আসানসোলে জয় শত্রুঘ্নের

এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের চারটি আসনে জয়ের আশা করেছিল বিজেপি। তার মধ্যে অন্যতম হলো আসানসোল। কিন্তু সেখানে বিজেপিকে জয় পেতে দেননি বলিউড অভিনেতা শত্রুঘ্ন। ৬ লাখ ৫ হাজার ৬৪৫টি ভোট পেয়ে বিজেপি সুরিন্দর সিং আহলুওয়ালিয়াকে হারান তিনি। শত্রুঘ্ন সিনহার বিপরীতে সুরিন্দর সিং পেয়েছেন ৫ লাখ ৪৬ হাজার ৮১টি ভোট।

মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনের ৫৪৩টি আসনের মধ্যে একটি বাদে বাকিগুলোর চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী, ৫৪২টি আসনের মধ্যে ২৪০টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। ৯৯টি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস।

Link copied!