না ফেরার দেশে পাড়ি চলে গেলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির বাবা আমির হোসেন।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন পপির পরিবার।
জানা যায়, পপির বাবা আমির হোসেন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বেশ কয়েক মাস ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইসিইউতে ছিলেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে।
পরিবারের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, পপির বাবার মরদেহ ঢাকা থেকে খুলনায় নিয়ে যাওয়া হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
দীর্ঘদিন ধরে অভিনয় জগত থেকে দূরে রয়েছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপি। মিডিয়াপাড়ায় ক্যারিয়ার ও বৈবাহিক সম্পর্ক নিয়ে বিভিন্ন গুঞ্জন এলেও তিন বছরের বেশি সময় ধরে আড়ালেই রয়ে গেছেন পপি।
১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বাংলা সিনেমার জগতে পা রাখেন পপি। ‘মেঘের কোলে রোদ’, ‘কি যাদু করিলা’, ‘গঙ্গাযাত্রা’ চলচ্চিত্রে অভিনয় করে ‘শ্রেষ্ঠ অভিনেত্রী’ হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।