ঈদুল ফিতরে শাকিব খানের সিনেমা ‘রাজকুমার’ সিনেমা মুক্তি পেয়েছে। এই সিনেমা দেখে এক ভক্ত সিনেমা হলের ভেতরে অজ্ঞান হয়ে পড়ে যান। সিনেমায় শাকিব খানের একটি সংবেদনশীল দৃশ্য মেনে নিতে পারেননি ওই ভক্ত।
একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, একজন দর্শক হলের মেঝেতে পড়ে আছেন। ভিডিওতে আরও দেখা যায় সিনেমা হলের পর্দা, সেই পর্দায় রাজকুমার ছবিটির শেষাংশ। ভিডিওতে বলতে শোনা যাচ্ছে সিনেমার শেষ এক ঘণ্টা শুধু ওই ব্যক্তি কেঁদেই গেছেন। শাকিব খানের পরিণতি তিনি মেনে নিতে পারেননি, তাই কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছেন তিনি।
ভিডিওতে আরও দেখা যায়, পানি এনে ওই ব্যক্তির চোখে মুখে ছিটানো হয়। পরে তার জ্ঞান ফিরে আসে এবং পুনরায় কাঁদতে শুরু করেন।