গুঞ্জন নাকি সত্যিই মারা গেছেন নোরা ফাতেহি?

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৫:৪২ পিএম

গুঞ্জন নাকি সত্যিই মারা গেছেন নোরা ফাতেহি?

ছবি: সংগৃহীত

পাহাড়ের খাদে পড়ে গিয়েছেন নোরা ফহেতি। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলিউড অভিনেত্রীর! বুধবার সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই খবর। যা দেখে শুরু হয়েছে জোর শোরগোল। কিন্তু সত্যি কি অভিনেত্রী প্রাণ হারিয়েছেন? 

বেশ কয়েকদিন আগে লস অ্যাঞ্জেলেসের ভয়ঙ্কর দাবানাল থেকে বেঁচে ফিরেছেন নোরা। এরই মাঝে ‘বাঞ্জি জাম্পিং’-এ যোগ দিতে গিয়ে নাকি চরম বিপদে পড়েছেন তিনি। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার মৃত্যু সংবাদ। কিন্তু অবশেষে সামনে এসেছে আসল সত্য। নোরা ফতেহির দল এবং তার ঘনিষ্ঠ মহলের তরফে খবরটি সম্পূর্ণ ভুয়া বলে জানানো হয়েছে। নোরা একেবারে সুস্থ রয়েছেন বলে বার্তা দিয়েছেন তারা।   

আসলে ভাইরাল একটি ভিডিওতে দেখা গিয়েছে, এক মহিলা বাঞ্জি জাম্পিং করতে গিয়ে পাহাড়ের খাদে পড়ে যান। মহিলার মুখ স্পষ্ট নয়। এই ভিডিওতে দাবি করা হয়, ইনি হলেন নোরা ফতেহি, যিনি এই দুর্ঘটনায় মারা গেছেন। ক্যাপশনে লেখা হয়, ‘‘বলিউড অভিনেত্রী নোরা ফতেহির দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।’’

ভিডিওটি যাচাই করা শুরু হয়। দেখা যায় যে ওই ভিডিওটিতে যিনি রয়েছেন তিনি নোরা ফতেহি নন এবং ভিডিওর মহিলাকে নিরাপদে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তিনিও সম্পূর্ণ সুস্থ। এটি কোনও দুর্ঘটনা নয়, একটি সাধারণ বাঞ্জি জাম্পিং-এর অংশ।মূলত্ব ভিঊ লাভের আশায় এধরনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে।

তেলুগু ইন্ডাস্ট্রি থেকে উত্থান হলেও প্রথম থেকেই বলিউডে দাপটের সঙ্গে কাজ শুরু করেন নোরা। বিভিন্ন রকম নাচে পারদর্শী তিনি। বলিউডের বেশ কিছু ছবিতে ‘আইটেম সং’-এ নেচে দর্শকের নজর কেড়েছেন। টেলিভিশন কিংবা সিনেমা, নোরা পর্দায় এলে অনুরাগীদের মধ্যে আলাদা উন্মাদনা তৈরি হয়। তার শরীরী বিভঙ্গে মোহিত গোটা দুনিয়া।

Link copied!