একাকিত্ব-নির্জনতাই আমার বন্ধু: এ আর রহমান

শোবিজ ডেস্ক

আগস্ট ২৩, ২০২৩, ০৬:৫১ পিএম

একাকিত্ব-নির্জনতাই আমার বন্ধু: এ আর রহমান

এআর রহমান, যিনি ভারতের অস্কারজয়ী একজন সংগীত পরিচালক। ভারতীয় চলচ্চিত্রের সংগীতকে আন্তর্জাতিক মহলে আরও বেশি জনপ্রিয় করে তোলার পেছনে এআর রহমানের নিঃসন্দেহে ভূমিকা আছে। কিন্তু তার ব্যক্তিগতজীবন কেমন, তা নিয়ে খুবই কম জানা যায়। ভারতের তুমুল জনপ্রিয় এই সংগীত পরিচালক নিভৃতে থাকতে বেশি পছন্দ করেন।   

কারা তার বন্ধু? কাদের সঙ্গে মেলামেশা করেন তিনি? এই প্রসঙ্গে কথা বলেছেন রহমান নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে রহমানকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে উত্তরে তিনি বলেছেন, তার সেই অর্থে কোনো বন্ধু নেই। যারা তার সঙ্গে কাজ করেন, তারাই তার বন্ধু। আলাদা করে আর কোনো বন্ধু নেই।

রহমানের কথায়, যিনি আমার গাড়ি চালান, তিনিই আমার সবচেয়ে কাছের বন্ধু। যারা আমার সঙ্গে কাজ করেন, তাদেরই আমি বন্ধু বলে মনে করি। 

তবে কাউকেই আমি বলতে পারি না, চিরকাল আমার সঙ্গে থেকে যেতে। আমি তাদের বলি— নিজের মতো জীবন কাটাতে, এগিয়ে যেতে। আর সে কারণেই এমন কেউ নেই, যাকে আমি আমার বন্ধু বলতে পারি। সাথে তিনি আরো বলেছেন, আমার নিঃসঙ্গতা, আমার একাকিত্ব, নির্জনতাই আমার বন্ধু। 

Link copied!