`মুজিব` সিনেমা দেখতে গিয়ে গনমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে গেল কয়েক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে লাগাতার ট্রলের শিকার হতে হচ্ছে শিশুশিল্পী সিমরিন লুবাবাকে।
এ বিষয়ে সিমরিন লুবাবা`র মা জাহিদা ইসলাম জানিয়েছিলেন, তার মেয়ে এই বিষয়টি নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এমনকি স্কুলেও পর্যন্ত বুলিং এর শিকার হতে হয়েছে তাকে।
তখন তিনি আরো জানান, যতো দ্রুত সম্ভব আইনি পদক্ষেপ নিবেন তারা।এরপর গতকাল বুধবার (১৫ নভেম্বর) ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে লুবাবার ফেসবুক অ্যাকাউন্ট থেকে। ছবিগুলোতে ডিবি প্রধানের সঙ্গে দেখা গেছে লুবাবাকে। সঙ্গে ছিলেন তার মা ও বাবা।
এ প্রসঙ্গে লুবাবার মায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, তেমন কিছু না। এমনি গিয়েছিলাম। আমরা ওনার (ডিবি প্রধান হারুন অর রশিদ) সঙ্গে দেখা করতে গিয়েছি।
এর আগে আইনি পদক্ষেপ নিতে চেয়েছিলেন। তবে কী সে ব্যাপারে— জানতে চাইলে জাহিদা ইসলাম বলেন, দেখা যাক না কী হয়।
প্রসঙ্গত, লুবাবার মা এর আগে জানিয়েছিলেন, লুবাবার নামে একের পর এক ফেইক অ্যাকাউন্ট খোলা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এমনকি লুবাবা টিকটক করে না। অথচ ওর নামে আইডি খুলে টিকটক করছে অনেকে। তাদের ফলোয়ার বাড়ছে। বিষয়টি আমি খেয়াল করছি। সিদ্ধান্ত নিয়েছি, যারা এসব করছেন তাদের কাউকে ছাড় দেব না।