সমসাময়িক তারকাদের তুলনায় বিতর্ক থেকে দুরেই থাকেন এই অভিনেতা। ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের জন্য বলিউডে তিনি বরাবরই জনপ্রিয়। বলছি ভারতের আইকনিক অভিনেতা নানা পাটেকরের কথা।
বছর কয়েক আগে ভারতে ‘মি টু’ আন্দোলনের সময় বিতর্কে নাম উঠেছিল এ অভিনেতার। যৌন হেনস্থার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত শুটিংয়ের সময় যৌন হয়রানির অভিযোগ তোলেন নানার বিরুদ্ধে। তবে সেইসব বিষয় এখন অতীত।
কিন্তু সম্প্রতি নতুন করে বিতর্কের মুখে পড়লেন অভিনেতা। তার সিনেমার শুটিং সেটে একজন ভক্তকে মারধর করার একটি ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে অভিনেতার। আর ভিডিওটি ভাইরাল হতেই বেশ বিতর্কের মুখেই পড়েছেন নানা পাটেকর।
ভিডিওতে দেখা যায়, সিনেমার সেটে এক ভক্ত নানার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করে। ছেলেটি নানার পিছন থেকে এসে তার সাথে সেলফি তুলতে শুরু করে, তখন নানা সেই ছেলের মাথার পেছনে সজোড়ে চড় মারেন। তারপর নানার পাশে দাঁড়িয়ে থাকা ক্রু সদস্য ছেলেটিকে ঘাড় ধরে সেট থেকে বের করে দেয়।
ভিডিওটি ভাইরাল হওয়ামাত্র সামাজিক মাধ্যমে তীব্র নিন্দা শুরু হয়েছে। অনেকেই সেই ভক্তকে চড় মারার নিন্দা জানিয়ে অভিনেতাকে কটাক্ষ করছেন।
সূত্র : পিঙ্কভিলা