অভিনয় শিখছেন নওয়াজ-কন্যা

শোবিজ ডেস্ক

জুন ১৮, ২০২৪, ০৮:২২ পিএম

অভিনয় শিখছেন নওয়াজ-কন্যা

ছবি: সংগৃহীত

বাবা নওয়াজউদ্দিনের পথেই নামছেন মেয়ে শোরা সিদ্দিকি। গুঞ্জন রটেছে, অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির ১৪ বছর বয়সের মেয়ে শোরা সিদ্দিকি অভিনয় করতে যাচ্ছেন।

ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘রাউতু কা রাজ’। এরই প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। এর মধ্যেই তিনি জানিয়েছেন, তার মেয়ে শোরাও অভিনয়জগতে পদার্পণ করতে চলেছেন। ফিল্ম কম্প্যানিয়নকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার মেয়ে এখন অভিনয়ের প্রশিক্ষণ নিচ্ছে। সে নিজেই গিয়ে শিক্ষকের কাছে হাতজোড় করে পারফর্মিং আর্ট ফ্যাকাল্টিতে ভর্তি হয়েছে। সে বলেছে, সে অভিনয় শিখতে আগ্রহী।”

অভিনয়ে প্রশিক্ষণের জন্য শোরার পাঠ্যসূচি প্রসঙ্গে তিনি অভিনেতা নওয়াজউদ্দিন জানান, “স্কুলটির ওই বিভাগে তারা বছরের শেষে নাটক মঞ্চস্থ করবে। যার জন্য নিজেদের কস্টিউম নিজেদের তৈরি করতে হবে। কাঠের কাজও নিজেদের করতে হবে। যা যা প্রপস ব্যবহৃত হবে, সবটাই নিজেদের তৈরি করতে হবে। এছাড়া নিজেদেরকেই আলোকসজ্জা তৈরি করতে হবে। সব কাজই নিজেদের করতে হবে। সবশেষে এমন একটা শো হবে যা দেখতে হবে টিকেট কেটে। কঠিন এই প্রশিক্ষণ নিচ্ছে আমার মেয়ে। সবটাই সে নিজে করছে।”

সূত্র: এনডিটিভি

Link copied!