আত্মহত্যার চেষ্টা নয়, ফুড পয়জনিং বললেন তানজিন তিশা!

শোবিজ ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৩, ১২:২১ পিএম

আত্মহত্যার চেষ্টা নয়, ফুড পয়জনিং বললেন তানজিন তিশা!

‘প্রেমঘটিত’ ঝামেলার কারণে গতকাল বুধবার মধ্যরাতে আত্মহত্যার চেষ্টা করেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার সকাল থেকেই শোবিজে এমন গুঞ্জন ছরিয়ে পড়ে। শুধু তাই নয় হয়েছে সংবাদও।

তবে তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিশা। একটি সূত্র জানায়, বুধবার রাজারবাগের বাসায় তিশা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। 

ঢাকা মেডিকেলের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, বুধবার রাত দেড়টার দিকে তানজিন তিশাকে ঢাকা মেডিকেলে আনা হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে তিনি সেখানে ভর্তি হননি; যে কারণে খাতায় তার নাম এন্ট্রি নেই। পরে তাকে পান্থপথে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। জানা যায়, হাসপাতালে নেওয়ার সময় অবধি প্রচুর পরিমাণে বমিভাব ছিল তার। এছাড়াও বুক জ্বালাপোড়া বা ব্যথা ছিল।

এদিকে, তানজিন তিশার অসুস্থতা নিয়ে নানা গুঞ্জন রটেছে শোবিজ পাড়ায়। নাট্যাঙ্গনের একজন জানান, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন তিশা। ক’দিন ধরে তাদের মধ্যে ঝামেলা চলছিল। 

বুধবার রাতে তিশা রাজারবাগের বাসা থেকে ফারহানের উত্তরার বাসায় যান। সেখান থেকে ফিরে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন! যদিও পরিবারের পক্ষ থেকে এখনও এ ধরনের কিছু নিশ্চিত করা হয়নি। আর অভিনেতা ফারহানকে একাধিকবার ফোন করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

এদিকে এখন অভিনেত্রী তানজিন তিশার শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। এরপর নিজেই জানালেন, গত ২০ ঘণ্টার ঘটনা। ‘আত্মহত্যার চেষ্টা’কে ভুল সংবাদ হিসেবে উল্লেখও করেছেন এই অভিনেত্রী।

আত্মহত্যার চেষ্টা নয়, ফুড পয়জনিং হয়েছিল বলে দাবি করেছেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ফেসবুক ওয়ালে দেওয়া পোস্টে এমনটিই দাবি করেছেন তিনি। ফেসবুক পোস্টে তানজিন তিশা লেখেন, ‘আজকে কিছু ভুল নিউজ দেখতে পেলাম এবং সে বিষয়টি আমি সবাইকে পরিষ্কার করতে চাই। 

আসল বিষয়টি হলো গতরাতে আমার ফুড পয়জনিংয়ের পরে কিছু ব্যাপারে আমার খারাপ অবস্থা ছিল তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইড ইফেক্ট হিসেবে আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেই। আমি এখন সম্পূর্ণ সুস্থ।’

তবে নেটিজেনদের অনেকেই বলছেন তিশা মূল ব্যাপারটা লুকাতেই এমন পোস্ট দিয়েছেন।

Link copied!