বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসছে ‘পুষ্পা ২’

শোবিজ ডেস্ক

মে ২২, ২০২৪, ০৪:৩১ পিএম

বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসছে ‘পুষ্পা ২’

আইকন স্টার আল্লু অর্জুন অভিনীত, বক্স অফিস কাঁপানো পুষ্পা ‘দ্য রাইজ’-এর দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা টু: দ্য রুল’মুক্তি পাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে।

আগামী ১৫ আগস্ট বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি দেশীয় হলে মুক্তির কথা জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুন ইতোমধ্যেই  ‘পুষ্পা ২-দ্য রুল’-এর ভারতীয় পরিবেশকের সঙ্গে আলাপ সেরেছেন।

বাংলাদেশের সিনেমা হলে বাংলায় নয়, বরং হিন্দিতেই মুক্তি পাবে পুষ্পা রাজের পরবর্তী আখ্যান।

কারণ বিদেশি কোনও সিনেমার বাংলা ডাবিং বাংলাদেশে মুক্তি দেওয়া যাবে না, বলা আছে সিনেমা আমদানি নীতিমালায়।

আল্লু অর্জুন বাংলাদেশের অনেক দর্শকেরও প্রিয় তারকা। পুষ্পা ২’ সিনেমায় জুটিবদ্ধ হয়ে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা মান্দানা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরও বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা। সেই সঙ্গে সিনেমাটির বাজেটও থাকছে প্রথম কিস্তির তুলনায় দ্বিগুণ।

Link copied!