ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রনকে একতারা উপহার!

শোবিজ ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২৩, ০৭:২৯ পিএম

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রনকে একতারা উপহার!

গতকাল হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফরাসি প্রেসিডেন্টের সম্মানে আয়োজন করা হয় এক ভোজসভা।  সেই নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর  রাত ১১ টা ৩০-এ গানের দল ‘জলের গানে’র সংগীতশিল্পী, গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দের ধানমন্ডির বাসার স্টুডিওতে গিয়েছিলেন  ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। 

সেখানে দেড় ঘণ্টা অবস্থান করেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি রাহুলকে একটি কলম উপহার দেন। রাহুল আনন্দ জানান, শিল্পী ও শিল্পের প্রতি আগ্রহ থেকে তার স্টুডিওতে এসেছেন ফরাসি প্রেসিডেন্ট।

তিনি মুগ্ধ হয়ে গান শুনেছেন। নিজে বাঁশি বাজিয়েছেন। এছাড়া ম্যাক্রনকে একটি একতারা উপহার দিয়েছেন রাহুল আনন্দ। তিনি আরও জানান, বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছি তার সামনে। বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের সংস্কৃতি বিনিময় নিয়ে আলাপ হয়েছে। দিল্লির জি-২০ সম্মেলন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দুই দিনের সফরে ঢাকায় এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।

রাত ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্টকে বহনকারী বিমান অবতরণ করে। এ সময় তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Link copied!