সেলুলয়েডে সাভারকর হয়ে এলেন রণদীপ

শোবিজ ডেস্ক

মার্চ ২২, ২০২৪, ০২:৫৭ পিএম

সেলুলয়েডে সাভারকর হয়ে এলেন রণদীপ

ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘কালা পানি’। ছবি: ইনস্টাগ্রাম থেকে

বলিউডের সুপরিচিত অভিনেতাদের অন্যতম হলেন রণদীপ হুদা। চরিত্রের প্রয়োজনে এই অভিনেতা বারবারই নিজেকে ভেঙেছেন, আবার গড়েছেন। লাইশরামের সঙ্গে মাস তিনেক আগেই তার বিয়ে হয়েছে। এই বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কম চর্চা হয়নি। সযতনে সব নিয়মকানুন মেনে বিয়ে করেছেন এই জুটি।

কিন্তু বিয়ের আমেজ যেতে না যেতেই ইন্সটাগ্রামে রণদীপ পোস্ট করেছেন নিজের কঙ্কালসার ছবি। মাথার সামনের অংশে টাক, পরনে ঢিলেঢালা শর্টস। আয়নার সামনে তোলা রণদীপের সাদাকালো সেলফি দেখে ভক্তরা অনেকেই শিউরে উঠেছেন। আবার ক্যাপশনে ‘কালা পানি’ লেখা দেখে অনেকেরই গলা শুকিয়ে গেছে।

কিন্তু ভয়ের কোনো কারণ নেই। ছবিটা ‘স্বতন্ত্র বীর সাভারকর’ সিনেমার শুটিংয়ের সময়কার। এই সিনেমায় অভিনয়ের জন্যই নিজেকে আমূল পাল্টে নিয়েছেন তিনি। স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকরের চরিত্রে অভিনয় করেছেন রণদীপ। অভিনয়ের পাশাপাশি সিনেমাটির নির্মাতাও তিনি।

আজ ২২ মার্চ সিনেমাটি বলিউডে মুক্তি পেয়েছে। এই সিনেমায় সাভারকরের স্ত্রীর ভূমিকায় থাকবেন অঙ্কিতা লোখান্ডে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে এই সিনেমায় অভিনয়ের জন্য রণদীপ ৩০ কেজি ওজন কমিয়েছেন।

এই সিনেমায় রণদীপ কী পরিমাণ পরিশ্রম করেছেন সেটি তুলে ধরতে গিয়ে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিনায়ক দামোদর সাভারকরের নাতি রণজিৎ সাভারকর বলেন, ‘একাধিকবার রণদীপের সঙ্গে আমার আলোচনা হয়েছিল। প্রচণ্ড খেটে এই ছবিটা তৈরি করেছেন, ৩০ কেজি ওজন কমিয়েছেন। ফিল্ম হচ্ছে এমন একটি মাধ্যম দ্বারা ইতিহাসকে পরের প্রজন্ম পর্যন্ত পৌঁছে দেওয়া যায়। আমি আশা করবো, আমার দাদা সাভারকরকে নিয়ে ও অন্যান্য সংগ্রামীদের নিয়ে আরও সিনেমা তৈরি হবে।’

ইন্সটাগ্রামে রণদীপ যেদিন পোস্ট দিয়েছিলেন, সেদিন নেটিজেনরা কেউ কেউ তাকে ‘আমাদের নিজস্ব ক্রিশ্চিয়ান বেল’ বলে আখ্যায়িত করেন। আবার অনেকে ‘ডেডিকেশনটা দেখুন। হ্যাটস অফ’ বলেও আবেগ প্রকাশ করেছেন।

ইতিহাস থেকে জানা যায়, ভারতের স্বাধীনতা সংগ্রামী সাভারকরকে বন্দী করে রাখা হয়েছিল কালা পানির কুখ্যাত একটি সেলে। সাভারকরের জীবনের এই অংশকে তুলে ধরতে সেখানেও শুটিং করেছেন রণদীপ। এ প্রসঙ্গে রণদীপ বলেন, ‘সাভারকরকে যেখানে ১১ বছর নির্জন কারাবাসে রাখা হয়েছিল, সেখানে আমি ২০ মিনিটও থাকতে পারিনি।’

Link copied!