‘শক্তিমান’ হয়ে বড়পর্দায় ফিরছেন রণবীর সিং

ইফতেছামুল ইশাদ

ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ০২:৫৩ পিএম

‘শক্তিমান’ হয়ে বড়পর্দায় ফিরছেন রণবীর সিং

‘শক্তিমান’ ছবিটি ২০২৬ সালে মুক্তি পাবে। সংগৃহীত ছবি

বলিউড অভিনেতা রণবীর সিং একের পর এক আইকনিক চরিত্রে সম্পৃক্ত হচ্ছেন । কয়েক মাস আগে ‘ডন ৩’ ছবিতে তার যুক্ত হওয়ার খবর মিলেছিল। এই ছবিটির পরিচালনা করবেন ফারহান আখতার।

অন্যদিকে, ভারতের অন্যতম সুপারহিরো টিভি সিরিজ ‘শক্তিমান’ বড় পর্দায় আসতে যাচ্ছে। এবার নব্বই দশকের শক্তিমানের ‘নাম’ ভূমিকায় দেখা যাবে রণবীরকে। 

দীর্ঘদিন ধরেই সিনেমাটির তৈরির বিভিন্ন গুঞ্জন শোনা গেলেও নির্মাতাদের পক্ষ থেকে তেমন কোনো ঘোষণা আসেনি। তবে এবার সিনেমাটির বিষয়ে কথা বললেন টিভি নাটকের ‘শক্তিমান’ খ্যাত জনপ্রিয় অভিনেতা মুকেশ খান্না। 

অভিনেতা বলেন, শক্তিমানকে আন্তর্জাতিক মানের করে তৈরির চেষ্টা চলছে। বেশ কিছু সাবধানতা মেনে সিনেমাটি বানানো হবে।’ মুকেশ খান্না আরো বলেন, ‘চুক্তি স্বাক্ষরিত হয়ে গেছে। এটি অনেক বড় স্তরের চলচ্চিত্র হতে চলেছে।’ 

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘ডন ৩’ সিনেমার পরই শক্তিমান শুরু হবে। ৩ বছর ধরে চরিত্রটিকে বড় পর্দায় যথার্থভাবে তুলে ধরার জন্য স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে। এই ছবিটি পরিচালনা করবেন বেসিল জোসেফ। প্রযোজনা করবেন সোনি পিকচার্স এবং সাজিদ নাদিয়াদওয়ালা। 

পিঙ্কভিলার একটি রিপোর্টে জানানো হয়েছে ‘ডন ৩’ ছবিটি ভারত তো বটেই, বিদেশের একাধিক জায়গায় শুট করা হবে। সেই ছবির শুটিংয়ের কাজ ৭ মাসের মধ্যে অর্থাৎ ২০২৫ সালের মার্চের মধ্যে শেষ হয়ে যাবে। তারপরই শক্তিমান ছবির কাজ শুরু করবেন রণবীর। ২০২৫ সালের মে মাস থেকে তিনি এই ছবির কাজে হাত দেবেন। 

রণবীর সিংকে শেষবার ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে দেখা যায়। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন আলিয়া ভাট। সিনেমাটির পার্শ্ব চরিত্রে ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি, টোটা রায় চৌধুরী প্রমুখ অভিনয় করেছেন।

এছাড়াও ‘সিংঘম এগেইন’ ছবিতেও দেখা যাবে রণবীর সিংকে। প্রসঙ্গত, ‘শক্তিমান’ ছবিটি ২০২৬ সালে মুক্তি পাবে। অন্যদিকে ‘ডন ৩’ আসবে ২০২৫ সালে।

Link copied!