ফেব্রুয়ারিতে আসছে ‘রিকশা গার্ল’

শোবিজ ডেস্ক

ডিসেম্বর ৯, ২০২৩, ০৪:৩৮ পিএম

ফেব্রুয়ারিতে আসছে ‘রিকশা গার্ল’

জাতিসংঘের সংস্থা ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে ঢাকার রিকশা ও রিকশা পেইন্টিং।  

এমন খবরের মধ্যেই নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী জানালেন, তাঁর নির্মিত সিনেমা ‘রিকশা গার্ল’ আগামী বছরই বাংলাদেশের দর্শকদের নিয়ে দেখতে চান।

সামাজিক যোগাযোগমাধ্যমে অমিতাভ রেজা ‘রিকশা গার্ল’ সিনেমার একটি পোস্টার শেয়ার করে লিখেছেন, “ইউনেস্কোর স্বীকৃতি পেল ‘ঢাকার রিকশা ও রিকশাচিত্র’। আমাদের ছবি সেই রিকশাচিত্র নিয়ে, আগামী বছর দেখতে পারব বাংলাদেশের সিনেমা হলে।” কবে মুক্তি দেওয়া হবে জানতে চাইলে অমিতাভ রেজা বলেন, ‘ফেব্রুয়ারিতেই সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছা আছে।’ 

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস থেকে ‘রিকশা গার্ল’ নির্মাণ করেছেন অমিতাভ রেজা। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত ‘রিকশা গার্ল’ ছবিটি এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হওয়ার পাশাপাশিচলচ্চিত্র সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

Link copied!