ফিরে দেখা ২০২৩, শোবিজের আলোচিত কিছু ঘটনা!

সজল খান

ডিসেম্বর ২৯, ২০২৩, ০৩:৪৫ এএম

ফিরে দেখা ২০২৩, শোবিজের আলোচিত কিছু ঘটনা!

সারাবছর জুড়েই দেশের শোবিজে নানা ঘটনার জন্ম দেয়। ২০২৩ সালেও তার ধারাই বজায় ছিলো। এ বছরে চলচ্চিত্রাঙ্গনে সফলতা ছিল চোখে পড়ার মতো। তবে বছর শেষে হিসেব কষতে গেলে সেই সফলতাকে অনেকটাই ম্লান করে দিয়েছে বেশ কিছু ঘটনা। দেশের শোবিজে ঘটে যাওয়া এমন ১০ টি বিশেষ ঘটনা নিয়েই দ্য রিপোর্ট ডট লাইভের পাঠকদের জন্য আমাদের আজকের আয়োজন। 

১. দেশের প্রেক্ষাগৃহে ভিনদেশি সিনেমা: ঢালিউডের প্রেক্ষাগৃহে দীর্ঘদিন ধরেই বন্ধ ছিলো ভিনদেশি সিনেমা মুক্তি। তবে সব বাধা বিপত্তি কাটিয়ে চলতি বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় বিদেশি সিনেমা। বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত আলোচিত সিনেমা ‘পাঠান’ দিয়েই শুরু। এ সিনেমার মাধ্যমে দীর্ঘ সময় পর ফের দেশের প্রেক্ষাগৃহে ভিনদেশি সিনেমা মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এরপর মুক্তি পায় ‘কিসি কা ভাই কিসি কি জান’, ‘জওয়ান’, ‘অ্যানিম্যাল’ এবং ‘মানুষ’ নামের সিনেমাগুলো। এছারাও বছরের শেষে ভারতের পাশাপাশি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাহরুখের ‘ডানকি’।

২. রাজ-তিশা- সুনেরাহ কান্ড:  চলতি বছরে দীর্ঘদিন ধরে মিডিয়াপাড়া সরগরম ছিলো শরিফুল রাজ, তানজিন তিশা ও সুনেরাহ বিনতে কামালের একটি ভিডিও কেন্দ্র করে। যা ব্যাপক আকারে ছড়িয়ে পরে নেট দুনিয়ায়। এরপর থেকে শুরু হয় নানারকম আলোচনা-সমালোচনা। এ নিয়ে তিন তারকার মধ্যে দেখা দেয় দূরত্বও। বিশেষ করে মদ্যপান অবস্থায় সুনেরাহ ও তিশার ভিডিও প্রকাশ্যে আসলে এ নিয়ে ব্যাপক সমালোচনা চলে শোবিজে।

৩. আরশ-চমক ঘটনা: গত আগস্টে শুটিং সেটের একটি ঘটনা নিয়ে আলোচনায় আসেন তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ও অভিনেতা আরশ খান। বিষয়টি নিয়েও কম জলঘোলা হয়নি। শুরুতে অভিযোগ আনা হয়, চমক শুটিং সেটে নির্মাতা আদিব হাসান ও ইউনিটের লোকজনদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং শুটিং ফাসিয়ে ইউনিট ত্যাগ করেন। এতে মোটা অঙ্কের লোকসান গুনতে হয় নির্মাতাকে। অভিনেতা-অভিনেত্রীর পাল্টাপাল্টি অভিযোগের বিষয়টি টিভি নাটক সংশ্লিষ্ট সংগঠনগুলো গুরুত্বের সাথে নিয়ে এ বিষয়ে সমাধানে আসে। তবে টেলিপ্যাব ও অভিনয় শিল্পী সংঘের সমাধান না মেনে চমককে তিন মাসের জন্য নিষিদ্ধ করে নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড।  

৪. নিশো-ফারিণের চলচ্চিত্রে অভিষেক : চলতি বছর আফরান নিশো-তাসনিয়া ফারিণের চলচ্চিত্র দুনিয়ায় অভিষেক হয়েছে। নাটক, ওয়েব সিরিজ দিয়ে অনেক আগেই দর্শক মন জয় করেছেন তারকা অভিনেতা নিশো। গত কোরবানির ঈদে মুক্তি পায় তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। অন্যদিকে ছোট পর্দার জনপ্রিয় মুখ ফারিণ ওয়েব দুনিয়ায় দর্শকের ভালোবাসা পেয়ে আসছিলেন। গত ৩ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘আরো এক পৃথিবী’। কলকাতার বরেণ্য নির্মাতা অতনু ঘোষের হাত ধরেই তাঁর রুপালি যাত্রার অভিষেক হয়েছে।

৫. জয়া-বাঁধনের বলিউড যাত্রা : চলতি বছর বলিউডে যাত্রা শুরু করেছেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান ও আজমেরী হক বাঁধন। টালিউডের পর গত ৮ ডিসেম্বর বলিউডে অভিষেক হয় বাংলাদেশের নন্দিত অভিনেত্রী জয়া আহসানের। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পাচ্ছে অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘কড়ক সিং’ সিনেমা। সিনেমায় ‘নয়না’ চরিত্রে অভিনয় করছেন জয়া। অন্যদিকে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে বাঁধনের অভিনীত প্রথম হিন্দি ওয়েব সিনেমা ‘খুফিয়া’। বলিউডের খ্যাতিমান নির্মাতা বিশাল ভরদ্বাজ এটি নির্মাণ করেছেন। সিনেমায় বাঁধনের সঙ্গে ছিলেন বলিউডের টাবু।

৬. ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় : ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় ছিলেন শবনম বুবলী, অপু বিশ্বাস, পরীমণি, শরিফুল রাজ, কৌশিক হোসেন তাপস ও জায়েদ খান। শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর দু’জন দু’জনকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বছরজুড়েই আলোচনায় ছিলেন। এদিকে সংসার, দাম্পত্য জীবন ও বিচ্ছেদ নিয়ে পরীমণি ও শরিফুল রাজকে ঘিরেও আলোচনা কম হয়নি। অন্যদিকে এলোমেলো কথাবার্তা ও ডিগবাজি দিয়ে আলোচনার খোরাক হয়েছেন জায়েদ খান। বছরের শেষের দিকে সংগীতশিল্পী ও গান বাংলার কর্ণধার তাপসের স্ত্রী ফারজানা মুন্নীর ফেসবুক স্ট্যাটাসে তাপস-বুবলীর প্রেমের গুঞ্জনের বিষয়টি নিয়েও বেশ চর্চায় ছিলো।    

৭. হুমায়রা হিমুর চলে যাওয়া: ২০২৩ এ  ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর রহস্যজনক মৃত্যু আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলো। ২ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। আচমকা হিমুর মৃত্যু ঘিরে দেখা দেয় রহস্য। কেননা সুরতহালে অভিনেত্রীর গলায় রশির দাগ পাওয়া গেছে। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক হিমুকে মৃত ঘোষণা করেন। এরপরই তার সাথে থাকা প্রেমিক রাফি হিমুর ব্যক্তিগত মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে মোহাম্মদ জিয়াউদ্দিন রুফিকে গ্রেপ্তার করে র‌্যাব।

৮. সেলিব্রেটি ক্রিকেট লিগ: দেশের তারকাদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হয় সেলিব্রেটি ক্রিকেট লিগ। তবে শুরুতেই সমালোচিত হয় এই ক্রিকেট লীগ। খেলার মাঠে শিল্পীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। যেখানে সেলিব্রেটিদের ক্রিকেট খেলাকে সবাই উপভোগ করেন, সেখানে মারামারির ঘটনাটি সবাইকে অবাক করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে বেশ কাঁদা ছোড়াছুড়িও হয়েছে। তদন্ত কমিটিও গঠন করা হয়। শেষ মুহূর্তে দ্বন্ধের কারণে এ খেলা বন্ধ করে দিতে বাধ্য হ্য় আয়োজক কমিটি।   

৯. তানজিন তিশা ও মুশফিক ফারহান কান্ড: ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তবে নানা সময়ে নানাজনের সঙ্গে প্রেম নিয়েও কম গুঞ্জন শোনা যায়নি তার ক্ষেত্রে। সর্বশেষ চলতি বছর ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন রটে। এ নিয়ে চলে নানা আলোচনা-সমালোচনা। কিন্তু সব আলোচনাকে উড়িয়ে দিয়ে টপকে যান তিনি অন্য বিষয়ে। সাংবাদিককে ‘উড়িয়ে দেবেন’—তিশার এমন মন্তব্য পাওয়ার পর ঢাকার বিনোদন সাংবাদিকরা একত্রিত হয়ে মানববন্ধন করেন। সবশেষে তানজিন তিশা দুঃখ প্রকাশ করে বিবৃতি দেয়ার পর ঘটনার সমাপ্তি ঘটে।

১০. রেকর্ডসংখ্যক হলে ‘মুজিব: একটি জাতির রূপকার’ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন অবলম্বনে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি গত ১৩ অক্টোবর মুক্তি পেয়েছে দেড় শতাধিক হলে। ভারতের বরেণ্য নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত এই সিনেমায় জাতির জনকের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে দেশ-বিদেশের দুই শতাধিক অভিনয়শিল্পী অভিনয় করেছেন। দেশে মুক্তির আগে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত ‘টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর বাণিজ্য শাখায় এ সিনেমার প্রথম প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।

 

Link copied!