পাঠান ২ নিয়ে আসছেন শাহরুখ

শোবিজ ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২৪, ১১:৪৯ এএম

পাঠান ২ নিয়ে আসছেন শাহরুখ

গতবছর বলিউডের কিং খান খ্যাত শাহরুখ খান বড় পর্দায় প্রত্যাবর্তনে ভারতজুড়ে আলচনা-সমালোচনা ও বিতর্ক সৃষ্টি করেন। তবুও বক্স অফিসে তাকে থাকাতে পারেননি কেওই। পাশাপাশি এই ‘পাঠান’ এর হাত ধরে গতিতে ফিরে বলিউড বক্স অফিস।

এর পরই যশরাজ ফিল্মসের পক্ষ থেকে পরিকল্পনা করা হয় সবচেয়ে বড় অ্যাকশন ড্রামার। ‘টাইগার ভার্সেস পাঠান’ শিরোনামের সিনেমাটিতে মুখোমুখি হওয়ার কথা সালমান আর শাহরুখের, যার শুটিং শুরু হওয়ার প্রাথমিক শিডিউল করা হয় ২০২৪ সালের শেষে। তবে পিঙ্কভিলা জানিয়েছে, সিনেমাটির আগেই ‘পাঠান ২’ আনার পরিকল্পনা করছে যশরাজ ফিল্ম।

পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছরের শেষ থেকেই ‘পাঠান ২’ চিত্রনাট্যে রচনার কাজ শুরু হয়েছে। এমনকি আদিত্য চোপড়া ও শাহরুখ খান দুজনেই চাইছেন এ বছরের ডিসেম্বর থেকেই সিনেমাটির শুটিং শুরু করতে। সবকিছু ঠিক থাকলে ‘এক থা টাইগার’ , ‘টাইগার জিন্দা হে, ‘ওয়ার’, ‘পাঠান’, ‘টাইগার থ্রি’, ‘ওয়ার ২’ পর ‘পাঠান ২’ হতে যাচ্ছে যশরাজ স্পাই ইউনিভার্সের অষ্টম সিনেমা।

প্রসঙ্গত, ‘পাঠান’ সিনেমা সর্বোচ্চ আয়কারী বলিউডের চলচ্চিত্রের একটি। ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় প্রায় ৫৪০ কোটি রুপি এবং বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ১০০ কোটি রুপির বেশি। গত বছরের ২৫ ডিসেম্বর বিশ্বজুড়ে ৮ হাজার স্ক্রিনে একযোগে মুক্তি পায় বলিউড বাদশার সিনেমাটি। পাঠানে শাহরুখ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া প্রমুখ। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।

Link copied!