নতুন বছরে ওমরাহ পালনে গেলেন শাকিব খান

শোবিজ ডেস্ক

জানুয়ারি ২, ২০২৪, ১১:১২ এএম

নতুন বছরে ওমরাহ পালনে গেলেন শাকিব খান

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ৩৬৫ দিনই কাটে ব্যস্ততায়। টানা কাজে সময় দিতে হয় তাকে। তবে সকল ব্যস্ততার মাঝেই বিরতি নিলেন।

এবার সৌদি আরবে উড়াল দিলেন শাকিব খান। উদ্দেশ্য, ওমরাহ পালন। আজ মঙ্গলবার দুপুরের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি মক্কা নগরীর উদ্দেশে ঢাকা ছাড়েন।

এর আগেও একাধিকবার ওমরাহ পালন করেছেন শাকিব। তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস সূত্রে জানা যায়, ওমরাহ থেকে ফিরেই শাকিব তার অভিনীত প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’র ডাবিংয়ে অংশ নিতে ভারত যাবেন।

সেখান থেকে ফিরে ‘রাজকুমার’র শুটিং করবেন। এরপর উড়াল দেবেন আমেরিকায়। কারণ সেখানেও হবে ‘রাজকুমার’র দৃশ্যধারণ। এটি মুক্তি পাবে আগামী রোজার ঈদে।

Link copied!