দীর্ঘ ১৭ বছর পর বড়পর্দায় ফিরছেন টেলিভিশন এবং সিনেমার পরিচিত মুখ মেহের আফরোজ শাওন। অবশেষে দীর্ঘ বিরতির পর ‘নীল জোছনা’ শিরোনামের চলচ্চিত্র দিয়ে পর্দায় ফিরছেন শাওন।
নতুন কুঁড়ি দিয়ে বিনোদন দুনিয়ায় যাত্রা শুরু করেন শাওন। একের পর এক কাজ দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এই গুণী অভিনেত্রী। নির্মাতা হুমায়ূন আহমেদের অধিকাংশ নাটক এবং সিনেমায় অভিনয় করেছেন তিনি। এক সময় ভালোবেসে ঘর বাঁধেন হুমায়ূন আহমেদ এবং শাওন। বিয়ের পর সংসার ও সন্তান সামলে অভিনয় চালিয়ে গিয়েছিলেন শাওন। তবে ২০১২ সালে হুমায়ূন আহমেদের প্রয়াণের পর আর অভিনয়ে দেখা যায়নি তাকে। মাঝে মাঝে গানে পাওয়া গেলেও অভিনয়ে আড়ালেই থেকেছেন। ১৭ বছরের বিরতি ভেঙে এবার বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী।
নীল জোছনায় অভিনয়ের বিষয়ে শাওন জানান, “দীর্ঘ ১৭ বছর পর সিনেমায় অভিনয় করছেন তিনি। সর্বশেষ ২০০৭ সালে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমার শুটিং করেছিলেন। সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০০৮ সালে।”
নতুন সিনেমা নিয়ে শাওন আরও বলেন, “প্যারাসাইকোলজি বিষয় নিয়ে নির্মিত হচ্ছে নীল জোছনা। এতে আমাকে শহুরে এক নারীর চরিত্রে দেখা যাবে। গল্প ও চরিত্র পছন্দ হওয়ায় কাজটির সঙ্গে যুক্ত হওয়া। দীর্ঘদিন পর সিনেমার শুটিং করব। তবে প্রযোজক ও পরিচালকের পলিসিগত কারণে এখনই সিনেমা কিংবা আমার অভিনীত চরিত্রটি নিয়ে বিস্তারিত বলতে চাইছি না।”
সিনেমায় ১৭ বছর পর ফিরলেও ১৩ বছর পর অভিনয় করছেন শাওন। তিনি ২০১১ সালে সর্বশেষ অভিনয় করেছিলেন ‘স্বর্ণকলস’ নাটকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছিলেন হুমায়ূন আহমেদ। বৃহস্পতিবার (৫ জুলাই) ঢাকায় নীল জোছনা সিনেমার শুটিংয়ে অংশ নেবেন শাওন।
শাওনসহ এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, পার্থ বড়ুয়া, এস এম নাঈম প্রমুখ। আরও আছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী পাওলি দাম।
নীল জোছনা নির্মাতা ফাখরুল আরেফীনের চতুর্থ সিনেমা। এর আগে তিনি বানিয়েছেন ‘ভুবন মাঝি’, ‘গণ্ডি’ ও ‘জেকে ১৯৭১’।
নতুন সিনেমা নিয়ে ফাখরুল আরেফীন খান বলেন, “নীল জোছনা সিনেমার কাজ শুরু করেছিলাম প্রায় ছয় বছর আগে। আমার জানামতে, প্যারাসাইকোলজি নিয়ে এর আগে বাংলাদেশে কোনও কাজ হয়নি। আর সে কারণেই মোশতাক আহমেদের উপন্যাসটি পড়ার পর সিদ্ধান্ত নিই সিনেমা বানানোর।”