স্ত্রীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন খ্যাতিমান পরিচালক সোহানুর রহমান সোহান। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল নয়টায় টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড মসজিদে জানাজা শেষে কেন্দ্রীয় গোরাস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে, মরদেহ তার শ্বশুরবাড়ি টাঙ্গাইল শহরের পলাশতলী এলাকায় পৌঁছায়। এ সময় গুণী এই পরিচালকের মুখটা শেষবার দেখতে ভীড় করেন স্বজন ও এলাকাবাসী।
সোহানুর রহমান সোহানের স্বজনরা জানিয়েছেন, স্ত্রী ও তার (সোহানুর রহমান) ইচ্ছে ছিল মৃত্যুর পর তাদের দুই জনকে যেন পাশাপাশি কবর দেয়া হয়। এজন্য তাদের দুইজনের ইচ্ছেতেই টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে স্ত্রীর কবরের পাশেই তাকে দাফন করা হলো।
গত মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মস্তিস্কের রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন সোহানুর রহমান সোহানের স্ত্রী প্রিয়া রহমান। এর পরদিনই মারা গেলেন সোহানুর রহমান সোহান।
উল্লখ্য, ১৯৭৭ সালে পরিচালক শিবলি সাদিকের সহকারী হিসেবে সিনেমায় কর্মজীবন শুরু করেন সোহান। পরবর্তীতে শহীদুল হক খানের ‘কলমিলতা’ (১৯৮১), এজে মিন্টুর ‘অশান্তি’ (১৯৮৬) ও শিবলি সাদিকের ‘ভেজা চোখ’র (১৯৮৮) সহকারী হিসেবে কাজ করেন তিনি।
১৯৮৮ সালে ‘বিশ্বাস অবিশ্বাস’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক ঘটে সোহানের। তবে ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা নির্মাণ করে সফলতার মুখ দেখেন তিনি।