দর্শক কাঁদাচ্ছে যে নাটক!

শোবিজ ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২৩, ০৭:৪৭ এএম

দর্শক কাঁদাচ্ছে  যে নাটক!

একটি নাটক দর্শকদের যেমন আনন্দ দেয়, তেমনি দর্শক কাঁদায়ও। তারই উজ্জ্বল দৃষ্টান্ত মুহাম্মদ মিফতাহ আনানের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত  নাটক ‘কলিজার আধখান’। নাটকটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী মুশফিক আর ফারহান ও তানজিন তিশা। 

গেল ১ সেপ্টেম্বর সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয় নাটকটি। এরপরই  এটি দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ছে দর্শক। মাত্র দুই দিনেই এর ভিউ ছাড়িয়েছে ২৪ লাখ। বর্তমানে নাটকটি অবস্থান করছে বাংলাদেশের ইউটিউব ট্রেন্ডিংয়ের তৃতীয় স্থানে। আর নাটক হিসেবে এর অবস্থান দ্বিতীয়।

সন্তান না হওয়া এক দম্পতির করুণ গল্প আবর্তিত হয়েছে এই নাটকে। যেখানে রয়েছে সামাজিক বার্তাও।  নাটকটি উন্মুক্ত হবার পর পরই কমেন্টবক্স ভরে গেছে হাজারো মন্তব্যে। অনেকেই লিখেছেন -  নাটকটি দেখে অনেক কেঁদেছি’; একজন দর্শক লিখেছেন - নাটকটি দেখে সত্যি চোখে পানি চলে আসলো। যার সন্তান নেই, সে বোঝে সন্তান না থাকার যন্ত্রণা কতটা বেদনাদায়ক’।  

নাটকটি দেখে দর্শকের বিপুল সাড়া প্রসঙ্গে মুশফিক আর ফারহান বলেন, ‘এখন আমার নাটক নিয়ে দর্শকের ভিন্ন কিছু প্রত্যাশা থাকে। আমি সেই প্রত্যাশা পূরণের চেষ্টা করে যাচ্ছি। এই নাটকের গল্প আমাকে ভাবিয়েছিল, কাজ করার পর সেটাই দেখতে পাচ্ছি। এমন একটা ইস্যু নিয়ে করেছি, যারা এই ধরনের সমস্যায় আছেন, তারা গভীরভাবে উপলব্ধি করতে পাচ্ছেন। ফেসবুক-ইউটিউবে অসংখ্য মন্তব্য দেখে আপ্লুত হচ্ছি।’

‘কলিজার আধখান’ নাটকটি প্রযোজনা করেছেন এসকে সাহেদ আলী। এতে একটি গানও রয়েছে। সেটি গেয়েছেন ইমরান ও কণা। মেহেদী হাসান লিমনের কথায় গানের সুর-সংগীত করেছেন মার্সেল।

Link copied!