জুয়ার অ্যাপে দেশের জনপ্রিয় তিন অভিনেত্রী!

সজল খান

জানুয়ারি ১০, ২০২৪, ০৫:৩৩ পিএম

জুয়ার অ্যাপে দেশের জনপ্রিয় তিন অভিনেত্রী!

বেশ অনেকদিন ধরেই শোরগোল চলছে অনলাইনে জুয়ার ওয়েবসাইট নিয়ে। ভারতের নামিদামি তারকারা এসব অ্যাপে জড়িয়ে আদালত পর্যন্ত গিয়েছেন। এবার অনলাইনে জুয়ার ওয়েবসাইটের সঙ্গে নাম জড়িয়েছে দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, চিত্রনায়িকা অপু বিশ্বাস ও অভিনেত্রী নুসরাত ফারিয়া। দেশ এবং আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এসব সাইটের বিজ্ঞাপনে দেখা মিলেছে তাদের।

এদেরমধ্যে জয়া ও ফারিয়াকে শুধু বিজ্ঞাপনে পাওয়া গেলেও অপু কাজ করছেন শুভেচ্ছাদূত হিসেবে! যদিও তাদের বেশিরভাগেরই দাবি, ভুল তথ্যে তারা এগুলোতে জড়িয়ে পড়েছেন।  

জানাগেছে, উইনবাজি নামের একটি বেটিং সাইটের বিজ্ঞাপনে কাজ করেছেন জয়া আহসান ও নুসরাত ফারিয়া। ক্রিকেট বিশ্বকাপ চলাকালে (অক্টোবর-নভেম্বর) প্রচারে আসে তাদের বিজ্ঞাপনগুলো। ভিডিওতে বেশ সাবলীল ও চমকপ্রদ সব বার্তা দিতে দেখা যায় ফারিয়াকে। এতে তিনি নিজেই মানুষকে বাজি লাগার কথা বলছেন।

এরমধ্যে ফারিয়া সংবাদমাধ্যমকে বলেন, ‘উইনবাজির জন্য আমি যে বিজ্ঞাপনটি করেছি, তা শুধু ইন্ডিয়ার মধ্যেই প্রচার হয়েছে। দেশে প্রচার হয়নি।’ দেশে প্রচার না হলেও বিষয়টি কি ভারতেও বৈধতা আছে কি-না জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি। জানালেন, বিষয়টি পুরোপুরি না জেনে এতে যুক্ত হয়েছেন। কিন্তু শুধু সেই সাইটেই নয়, ফারিয়া নিজেও তার ইনস্টাগ্রামে এগুলোর প্রমোট করেছেন।

এদিকে, বাবু ৮৮ নামের একটি বেটিং অ্যাপের শুভেচ্ছাদূত হয়েছেন অপু বিশ্বাস। নতুন বছরের শুরুতেই তার একটি ভিভিও শুভেচ্ছা বার্তা পোস্ট করেছে ওই সাইটটি। এ বিষয়ে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ হলে তিনি বলেন, ‘আমি খুবই বিব্রত বোধ করছি। ওই ভিডিওটি ভুয়া। আমাকে কোথাও সেটি পোস্ট করতে দেখেছেন?’  

ভিডিওটিতে অপুর কণ্ঠ পরিবর্তন বা লিপ রিডিংয়ে অসামঞ্জস্যতা খুঁজে পাওয়া যায়নি। বরং তাকেও বেশ সাবলীল মনে হয়েছে এবং একজন শুভেচ্ছাদূত হিসেবে অপু সেই ভিডিওতে বক্তব্য দেন। 

গত বছর এরকম একটি ওয়েবসাইটের বিজ্ঞাপনের মডেল হয়ে বিপাকে পড়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। যা নিয়ে সরগরম হয়ে উঠেছিল বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। এবার সেই পথেই দেখা গেল জনপ্রিয় এই নায়িকাদের।

 

Link copied!