চলতি বছর শোবিজে বিয়ে সারলেন যারা!

সজল খান

ডিসেম্বর ৩০, ২০২৩, ০২:৫৮ পিএম

চলতি বছর শোবিজে বিয়ে সারলেন যারা!

বিনোদন জগতে নানা ঘটনার সাক্ষী ২০২৩। তবে চলতি বছরে দেশের অনেক তারকার ঘরেই বেজেছে বিয়ের সানাই। এ বছর দেশের বেশ কয়েকজন জনপ্রিয় তারকা তাদের প্রেমের সম্পর্ক থেকে বিয়ের পিঁড়িতে বসেছেন। ২০২৩ সালে যে সকল তারকারা বিয়ে করেছেন, তাদের নিয়েই ‘দ্য রিপোর্ট ডট লাইভে’র পাঠকদের জন্য আজকের বিশেষ আয়োজন।

তাসনিয়া ফারিণ

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ বর্তমানে টিভি পর্দা ও ওটিটির  কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছন। আলোচিত এই অভিনেত্রী সাড়ে আট বছরের ভালোবাসা, বন্ধুত্ব ও একসঙ্গে পথচলার পর ১১ আগস্ট বিয়ে করেন শেখ রেজওয়ানকে। 

ইমরান

২০২৩ সালের ২৪ মে বিয়ে করেছেন সংগীতশিল্পী ইমরান। তার স্ত্রীর নাম মেহের আয়াত জেরিন। পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই কণ্ঠশিল্পী। বছরজুড়ে ‘সুরমা সুরমা’, ‘মেঘের নৌকা’ গান দুটি নিয়ে আলোচনায় ছিলেন এই কণ্ঠশিল্পী।

জিয়াউল রোশান 
তিন বছর আগে বিয়ে করলেও ২০২৩ সালের ১০ মে বিয়ের খবর প্রকাশ্যে আনেন তিনি। স্ত্রীর নাম তাহসিন এশা। পাঁচ বছর প্রেম করেছেন তারা। ২০২০ সালের ১১ জুন বিয়ে করেন এই দুজন।

চাষী আলম

ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’এর অন্যতম জনপ্রিয় অভিনেতা চাষী আলম। ‘ব্যাচেলর পয়েন্ট’ এ ব্যাচেলর থাকলেও বাস্তব জীবনে তিনি বিয়ে করেছেন চলতি বছরের ২৫ আগস্ট। চাষী আলমের স্ত্রীর নাম তুলতুল। তিনি ঢাকার মেয়ে। রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

সালমান মুক্তাদির

ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির বিয়ে করেছেন ২০২৩ সালের ৩০ এপ্রিল। তার স্ত্রীর নাম দিশা ইসলাম।

অবন্তী সিঁথি

১৫ ডিসেম্বর বিয়ের ঘোষণা দেন ‍‍`শিসকন্যা‍‍` অবন্তি সিঁথি। তার বরের নাম অমিত দে। ঢাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে কাছের মানুষ ও দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। অমিত দে লন্ডনপ্রবাসী, সেখানকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। এছারাও বিয়ের তালিকায় ছিলেন পলাশ

 

আয়মান সাদিক ও মুনজেরিন
সোশ্যাল ইনফ্লুয়েন্সার আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ ১৫ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে দুই পরিবারের মানুষদের উপস্থিতিতে বিয়ে করেন। আয়মান দেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ‘১০ মিনিট স্কুল’এর প্রতিষ্ঠাতা। অন্যদিকে মুনজেরিন একই প্রতিষ্ঠানের জনপ্রিয় ইংরেজি শিক্ষিকা। 

Link copied!