কোটা আন্দোলনে ছাত্রদের সঙ্গে থাকায় আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দিয়েছে এক দুর্বৃত্ত।
শনিবার (৩ আগস্ট) সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) সম্মিলিত চলচ্চিত্র পরিষদের মানববন্ধন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান।
হিরো আলম বলেন, “আমরা শান্তির পক্ষে। আমি ছাত্রদের আন্দোলনে সঙ্গে ছিলাম। তাদের সঙ্গে থাকায় গতকাল রাত ১১টার দিকে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমার কাছে তার রেকর্ড আছে। সেখানে বলা হয়েছে ‘হিরো আলম তুই ছাত্র পাশে কেন? তুই ছাত্রদের সাথে কেন?’। সেই লোকের ঠিকানা আমরা বের করেছি। এই হুমকি দাতা কে তা আমি জানি না। শুধু এটাতেই নয়। এর আগেও অনেক বিষয় নিয়ে আমি কথা বলেছিলাম। সেখানেও আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। কিন্তু মারতে পারে নাই।”
তিনি আরও বলেন, “আমার মতো এক হিরো আলম মরে গেলে কি হবে? হাজার হাজার ছাত্র আজকে লাশ হয়ে গেছে, তাদের পরিবার অসহায় হয়ে গেছে। আমি সত্যের পক্ষে কথা এর আগেও বলেছিলাম। আজ এবং ভবিষ্যতেও বলবো। অনেক ছাত্র মারা গেছে। এর পেছনে কারা খুঁজে বের করুন। আমরা এই হত্যার বিচার চাই। এই ধরনের হত্যা আমরা চাই না।”