‘আজ ইতিহাসের পাতায় নাম লিখলাম : ফেরদৌস

শোবিজ ডেস্ক

অক্টোবর ১০, ২০২৩, ০৯:৫৩ পিএম

‘আজ ইতিহাসের পাতায় নাম লিখলাম : ফেরদৌস

আজ দুপুর ২টার দিকে টিকিট কেটে ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দিন মঙ্গলবার ট্রেনে করে প্রধানমন্ত্রী সঙ্গে ভাঙ্গা রেলস্টেশনে পৌঁছান বাংলা সিনেমার নায়ক ফেরদৌস আহমেদ।

মঙ্গলবার দুপুরে সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেছেন ফেরদৌস। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আজ ইতিহাসের পাতায় নাম লিখলাম। আলহামদলিল্লাহ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।’

এদিন দুপুর পৌনে ১টার দিকে ট্রেনে পদ্মা পার হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধন অনুষ্ঠানে মাওয়া রেল স্টেশন প্রাঙ্গণ থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

Link copied!