কলকাতায় কুপোকাত ‍‍‘তুফান‍‍’

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১২, ২০২৪, ০৭:৫৫ পিএম

কলকাতায় কুপোকাত ‍‍‘তুফান‍‍’

কলকাতায় মুক্তির প্রথম দিন থেকেই শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমাও ভারতের হল মালিকরা দর্শক খরায় বড় ধাক্কা খায়।  তাই বাধ্য হয়ে শুক্রবার সিনেমাটি প্রেক্ষাগৃহ থেকে নামাতে বাধ্য হলেন তারা।

এসভিএফ প্রযোজনা সংস্থা ভারতের ৪৫টিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি দেয় সিনেমাটি। সপ্তাহ পেরিয়ে আজ শুক্রবার (১২ জুলাই) দক্ষিণ ২৪ পরগনার একমাত্র প্রেক্ষাগৃহে চলছে এই ছবি।

কলকাতার হল মালিকরা বলছেন, উৎসব ছাড়া সব বাংলা ছবির সুপারস্টারই দক্ষিণী ও হিন্দি ছবির দাপটের কারণে বেশ ধাক্কা খান কলকাতায়। বাংলাদেশে শাকিব খানের  জনপ্রিয়তা আকাশছোঁয়া হলেও কলকাতায় কলকাতায় তিনি খুব একটা প্রভাব ফেলতে পারেনি।

ছবিটির সবমিলিয়ে আয় ১০ লাখের গন্ডিও পেরোতে পারেনি। কলকাতায় কেবল বাঙালি দর্শকরাই এই সিনেমা দেখতে হলমুখী হয়েছেন।

শুরু থেকেই ‍‍‘তুফান‍‍’ নিয়ে আশার পারদ ক্রমশ বাড়িয়েছিলেন ছবির পরিচালক, প্রযোজকসহ সিনেমার অভিনয়শিল্পীরা। একজন গ্যাংস্টারের গল্পে নির্মিত এ সিনেমার দ্বৈত চরিত্রে রয়েছেন শাকিব খান। তার বিপরীতে জুটি বেঁধেছেন টলিউডের মিমি চক্রবর্তী ও ঢালিউডের মাসুমা রহমান নাবিলা।

আরও রয়েছেন পশ্চিমবঙ্গের রজত গাঙ্গুলিসহ গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগরসহ আরও অনেকে। এই সিনেমা প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওস লিমিটেড, চরকি ও ভারতের এসভিএফ।

Link copied!