শেখ হাসিনার পতনের দিন মা হলেন দুই অভিনেত্রী

শোবিজ ডেস্ক

আগস্ট ১০, ২০২৪, ০৯:০৫ এএম

শেখ হাসিনার পতনের দিন মা হলেন দুই অভিনেত্রী

ফারিয়া শাহরিন ও নাবিলা বিনতে ইসলাম

সরকারি চাকরিতে কোটা বৈষম্যকে ঘিরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও পরবর্তীতে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার দিনই দুজন অভিনেত্রী মা হয়েছেন।

শেখ হাসিনার দেশ ছাড়ার দিন যে দুই অভিনেত্রী সন্তান জন্ম দিয়েছেন, তারা হলেন- ফারিয়া শাহরিন ও নাবিলা বিনতে ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নিজেরাই এই খবর নিশ্চিত করেছেন। তাদের সন্তানের নাম যথাক্রমে ফারহানা শাহরিন ও আন্দোলন।

৫ আগস্ট রাতে নিজের ফেসবুকে সন্তানের পায়ের ছবি পোস্ট করে ফারিয়া ক্যাপশনে লেখেন, “রাজকন্যার মা হয়েছি, আলহামদুলিল্লাহ। সবােই দোয়া করবেন।” এই অভিনেত্রী মেয়ের নামও জানিয়ে দিয়েছেন। তিনি জানান, তার মেয়ের নাম রাখা হয়েছে ফারহানা শাহরিন।

একই দিন মেয়েসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী নাবিলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মেয়ের নাম জানিয়ে এই অভিনেত্রী বলেছেন, “স্বাধীন বাংলাদেশে জন্ম নিলো আমার মেয়ে আন্দোলন।”

২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি অভিনেত্রী ফারিয়া তার দীর্ঘদিনের প্রেমিক মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান সারেন এবং ২০২৩ সালে বিয়ে করেন তারা। গত ১২ মে মা দিবসে মা হওয়ার কথা জানান তিনি। আরেক অভিনেত্রী নাবিলা নিজের বিয়ের খবর গোপন রেখেছিলেন। ২০২০ সালে বিয়ের বিষয়টা সামনে আনেন।

Link copied!