মানবাধিকার সুরক্ষার জন্য কাজ করা হিউম্যান রাইটস ফিল্ম সেন্টার প্রতি বছরের মতো এবারও নেপালের রাজধানী কাঠমান্ডুতে আয়োজন করেছে হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। চারদিন ব্যাপী এই উৎসবের শুরু হয়েছে গতকাল শনিবার, চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত।
এ বছর উৎসবে বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছে দুটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। এতে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে সুপিন বর্মণের ‘মূল্যহীন মানুষ’ (ডেথ হেজ নো ডেসটিনেশন) এবং জগন্ময় পালের ‘গ্রহগ্রস্ত’ (দ্য লাইফ লাইন) প্রদর্শিত হবে আগামীকাল সোমবার।
নেপাল ট্যুরিজম বোর্ড মিলনায়তনে আয়োজিত এই উৎসবে অংশ নিতে এরইমধ্যে কাঠমান্ডুতে পৌঁছেছেন এই দুই সিনেমার নির্মাতা। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সুপিন বর্মণ। জানা যায়, এবারের উৎসবে বিশ্বের ২৬টি দেশের মোট ৫১টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। যেখান থেকে বাছাই করা হবে সেরা সিনেমা।