দেশের সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। সম্প্রতি সিডনি থেকে জন্মভূমি বাংলাদেশে ফিরেছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দিয়েছেন ভোট। এফডিসি প্রাঙ্গণে বসেছিল তারার হাট। সেখানকার মধ্যমণি হয়ে ওঠেন শাবনূর।
প্রচণ্ড গরমের মধ্যেও সবার সঙ্গে কুশলাদি বিনিময় ও হাসি-আড্ডায় মেতে ওঠেন জনপ্রিয় এই অভিনেত্রী। বর্তমান প্রজন্মের নায়ক-নায়িকাদেরও শৈশবের প্রেম শাবনূর। অভিনেত্রীর তেমনই একজন ভক্ত হালের জনপ্রিয় অভিনেত্রী চিত্রনায়িকা পরী মণি। নতুন ও পুরনোদের মিলনমেলায় নজর কেড়েছে শাবনূর-পরী মণির সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক!
আরও পড়ুন: গেটে পুলিশের বাধা , উত্তরে নায়িকা বললেন- ‘আমি শাবনূর’
একসময়ের তুমুল জনপ্রিয় এই অভিনেত্রীর সঙ্গে তোলা বেশ কিছু স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন পরী মণি। প্রিয় নায়িকাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী লেখেন, ‘একজন শাবনূর। একজন সুপারস্টার। এক শৈশবের মুগ্ধতা। একজন সুন্দর মনের মানুষ। একটা ভালোবাসা।’