মার্চ ১১, ২০২৫, ১২:৫২ পিএম
ছবি: সংগৃহীত
‘আমাকে এবার পিছমোড়া করো, চোখ বেঁধে ফেলো প্রভু/ আমি কোনোখানে কোনো মানুষের হৃদয় দেখিনি কভু’- সম্প্রতি নির্মাতা রায়হান রাফির একটি ওয়েব ফিল্মের ট্রেলার মুক্তি পেয়েছে অন্তর্জালে। আর ট্রেলারের শুরুতেই শোনা যায় কবি-অভিনেতা-নির্মাতা কামরুজ্জামান কামুর ‘আমাকে এবার পিছমোড়া করো’ কবিতা থেকে নেয়া দুটি লাইন। মজার বিষয় হলো, ট্রেলারের জন্য কবিতাটি আবৃত্তি করেছেন কবি নিজেই।
ঠিক এর পরেই দেখা যায় তমা মির্জার বাড়িতে কয়েকজন হানা দেয় এবং তার পরিবারের একজন সদস্যকে ধরে নিয়ে যায়। পর্দায় ভেসে উঠে ‘মধ্যরাতে সাদা পোশাকে যাদের নিয়ে যায় ধরে/ তাঁহারা কি সবাই আবার ফিরে আসে ঘরে?’ এমন কিছু বাক্য। এরপর দেখা যায় অনেকটাই আয়নাঘরের গুমের ঘটনার মতই নিখোজ ব্যাক্তির কোন হদিস পাওয়া যায়না।
ছবির সংশ্লিষ্ট কেউ কিছু স্পষ্ট না করলেও ট্রেলার দেখে আন্দাজ করা যাচ্ছে কাহিনি তৈরি হয়েছে ২০১৮ সালের আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডকে নিয়ে। ট্রেলারটির শেষে ইমরান জামান চরিত্রের কণ্ঠে শোনা যায়, ‘কাউরে না কাউরে আমার লাগবে, উপর থেকে প্রেসার আছে।’
নতুন গল্পের ওয়েব ফিল্ম নিয়ে আসছেন রায়হান রাফী। এর নাম ‘আমলনামা’। দেশীয় একটি ওটিটি প্লাটফর্মে এটি মুক্তি পাবে ১৩ মার্চ। ছবিটির অফিশিয়াল পোস্টার প্রকাশ পায় ৩ মার্চ। পোস্টারে সিনেমাটির চরিত্রগুলোর পাশাপাশি নজর কেড়েছে ঝাপসা অক্ষরে লেখা ‘ক্রসফায়ার’, ‘বন্দুকযুদ্ধ’, ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ শব্দগুলো। ধারণা করাই যায়, সিনেমাটির গল্পও এগিয়েছে এসব সংশ্লিষ্ট কাহিনিচিত্রের পথ ধরেই।
রাফীর মতে, এ ধরনের কাজ তিনি যখনই করতে গেছেন, যখনই সমাজকে প্রশ্ন করেছেন, সিস্টেমকে প্রশ্ন করতে গেছেন, তখনই কোনো না কোনো সমস্যা এসেছে তার সামনে। কিন্তু সেগুলো কখনোই আটকাতে পারেনি তাকে।
তিনি বলেন, ‘আমি সিনেমা বানাই এবং সিনেমাই আমার প্রতিবাদের ভাষা। আমরা একটা সত্য ঘটনার অনুপ্রেরণা নিয়েছি ঠিকই, কিন্তু এটা মূলত ফিকশন।’
এ ছবিতে পারভীন চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা। ট্রেলারের প্রায় পুরোটা সময় তার ছোটাছুটি দেখা গেছে। নিরুদ্দেশ হওয়া স্বামীকে ফিরে পাওয়ার জন্য তার আকুতি বিভিন্ন দৃশ্যে স্পষ্ট। ছবিতে তমা ছাড়াও অভিনয় করেছেন জাহিদ হাসান, গাজী রাকায়েত, সারিকা সাবরিন, হাসনাত রিপন সহ আরো অনেকে।