সম্প্রতি আমাজন প্রাইমে মুক্তি পাওয়া ‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজের সিজন-৩ নিয়ে চলছে তুমুল আলোচনা।
সিজন-১-এ হালকা কমেডির ছোঁয়া ছিল। সিজন-২’র শেষে সিরিজটির ঘটনাপ্রবাহকে সিরিয়াস রাখা হয়েছিল।
তিন বছর অপেক্ষার পর এবারে এলে ‘পঞ্চায়েত ওয়েব সিরিজের সিজন-৩।
সিজন-৩-এ দেখানো হয়েছে, সচিব আবার ফিরেছেন প্রাণের ফুলেরা গ্রামে। প্রল্লাদের ছেলে কাশ্মীরে শহীদ হওয়ার পর প্রল্লাদ চাচার জীবন এখন কেমন কাটছে। সচিব ও রিংকির প্রেম কি আর এগিয়েছে। বিধায়ক কীভাবে গ্রাম প্রধানের সঙ্গে বদলা নেবে। পরবর্তী পঞ্চায়েত নির্বাচন নিয়ে গ্রামে কি ঘটছে? এসব ঘটনা।
সিরিজটি কেন আলাদা: অন্যান্য ওয়েব সিরিজের চেয়ে বিভিন্ন কারণে সিরিজটি আলাদা। তার মধ্যে অন্যতম কারণ হলো প্লট। এই সিরিজের যেটা দর্শককে সবচেয়ে বেশি টানে সেটা হলো প্লট। যে কেউ এটা দেখলে নিজেকে গ্রামের মানুষ হিসেবে মনে করবেন।
এই সিরিজ আলাদা হওয়ার আরেকটি কারণ হলো- এর চরিত্র। এতে এমন কোনো চরিত্র নেই যা অনর্থক সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ চরিত্রের প্রয়োজনে চরিত্র সৃষ্টির অভিপ্রায় নির্মাতার ছিল না।
অভিনয় ও সংলাপের কারণে সিরিজটি আলাদা হয়ে উঠেছে। অভিনেতাদের অভিনয় এবং সিরিজে ব্যবহৃত সংলাপ যেকোনো বয়সের দর্শককে শেষ পর্যন্ত নিয়ে যেতে বাধ্য।
ওয়েব সিরিজটিতে অভিনয়ে ছিলেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, চন্দন রায়, ফয়সাল মালিকসহ আরও অনেকে। হিন্দি ভাষায় নির্মিত এই ওয়েব সিরিজের নির্মাতা চন্দন কুমার এবং পরিচালক দীপক কুমার মিশ্র। আবহ সঙ্গীত রচনা করেছেন অনুরাগ সাইকিয়া। সিজন সংখ্যা- ৩। ২০২০সালের ৩ এপ্রিল সিজন-১, ২০২২ সালের ১৮ মে সিজন-২ এবং গত ২৮ মে সিজন-৩ মুক্তি পায়। তিনটা সিজন মিলিয়ে এর পর্ব বা এপিসোড সংখ্যা- ২৪টি। প্রতিটি সিজনে আটটি করে এপিসোড রয়েছে।
নির্বাহী প্রযোজক সমীর সাক্সেনা, চিত্রগ্রাহক অমিতাভ সিং এবং সম্পাদক অমিত কুলকার্নি। ওয়েব সিরিজটির সবগুলো সিজন অ্যামাজন প্রাইমে মুক্তি পায়। এটি নির্মাণের সঙ্গে যুক্ত সংস্থা দ্য ভাইরাল ফিভার। ৯৪ শতাংশ গুগল ব্যবহারকারী সিরিজটিতে লাইক দিয়েছেন। আইএমডিবি রেটিং: ৮.৯/১০।