ভারতের সিনেমা জগতে অন্যতম গুরুত্বপূর্ণ পুরস্কার হিসেবে ধরা হয় ফিল্মফেয়ারকে। প্রতিবছর বলিউড ইন্ডাস্ট্রিতে সেরা কাজের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। চলতি বছরে এটি পা রাখল ৬৯ বছরে। এ বছরও বেশ জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হয়েছে ফিল্মফেয়ার। ২৮ জানুয়ারি গুজরাটের গান্ধীনগরের গিফট সিটিতে অনুষ্ঠিত হয় চলচ্চিত্রের অন্যতম বড় সম্মানের এই আসর।
এ বছর ফিল্মফেয়ারে সেরা চলচ্চিত্রের পুরস্কার ঘরে তুলেছে ‘টুয়েলভথ ফেল।’ সেরা অভিনেতা রণবীর কাপুর এবং সেরা অভিনেত্রী হয়েছেন আলিয়া ভাট।
সেরা পরিচালকের ফিল্মফেয়ার ওঠেছে বিধু বিনোদ চোপড়ার হাতে। আজীবন সম্মাননায় ভূষিত করা হয়েছে পরিচালক ও প্রযোজক ডেভিড ধাওয়ানকে।
এবারের ফিল্মফেয়ারে একাধিক অ্যাওয়ার্ড পেয়েছে টুয়েলভথ ফেল এবং রকি অউর রানি কি প্রেম কাহানি। তবে দুটি ব্লকবাস্টার উপহার দিয়েও খালি হাতে ফিরতে হয়েছে ফিল্মফেয়ারের অন্যতম সর্বাধিক পুরস্কার জেতা অভিনেতা শাহরুখ খানকে।
চলুন এক নজরে দেখে নেওয়া যাক কারা পেলেন এ বছরের মর্যাদাপুর্ন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড :
সেরা চলচ্চিত্র (জনপ্রিয়): টুয়েলভথ ফেল
সেরা পরিচালক: বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)
সেরা অভিনেতা: রণবীর কাপুর (অ্যানিমেল)
সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (রকি অউর রানি কি প্রেম কাহানি)
সেরা অভিনেত্রী (সমালোচক): রানি মুখার্জি (মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে) এবং শেফালি শাহ (থ্রি অফ আস)
সেরা সহ-অভিনেতা: ভিকি কৌশল (ডানকি)
সেরা সহ-অভিনেত্রী: শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহানি)
সেরা গীতিকার: অমিতাভ ভট্টাচার্য (তুম কেয়া মিলে- রকি অউর রানি কি প্রেম কাহানি)
সেরা প্লেব্যাক গায়ক (পুরুষ): ভূপিন্দর বাব্বল (আরজন ভ্যালি-অ্যানিমেল)
সেরা প্লেব্যাক গায়িকা: শিল্পা রাও (বেশরম রং-পাঠান)
সেরা গল্প: অমিত রাই (ওএমজি ২)/ দেবাশীষ মাখিজা (জোরাম)
সেরা চিত্রনাট্য: বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)
সেরা সম্পাদনা: জাসকুনওয়ার সিং কোহলি- বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)
সেরা কোরিওগ্রাফি: গণেশ আচার্য্য (ঝুমকা- রকি অউর রানি কি প্রেম কাহানি)
আজীবন সম্মাননা: ডেভিড ধাওয়ান
এ বছর ফিল্মফেয়ারের সঞ্চালনা করেছেন পরিচালক ও সঞ্চালক করণ জোহর, অভিনেতা আয়ুষ্মান খুরানা ও মনীশ পল। নাচে গানে ফিল্মফেয়ারের মঞ্চ মাতিয়ে রেখেছিলেন রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, কারিনা কাপুর খান, জাহ্নবী কাপুর, সারা আলি খান ও কার্তিক আরিয়ানদের মতো তারকারা।